শাহজাদপুরে বজ্রাঘাত-বিদ্যুতে নিহত ৩ কৃষক

শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে বজ্রপাতে দুই কৃষক এবং পৌর এলাকার দাবারিয়া মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। নিহতরা হলেন, ব্রজবালা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও দাবারিয়া মহল্লার মৃত ইউছুফ সরকারের ছেলে হায়দার সরকার (৬০)। কায়েমপুর ইউপি মেম্বর আবুল কালাম আজাদ জানান, রোববার বিকেলে ওই দুই কৃষক বাড়ির অদূরে লেদুরপাড়ায় একটি জমিতে ধান কাটছিল। বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা ধানক্ষেতের একটি শ্যালো ঘরে আশ্রয় নেয়। এময় বজ্রপাতে দু’জনেই গুরুতর আহত হয়। একপর্যায়ে আহতবস্থায় দুই কৃষককে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন বিকেলে শাহজাদপুর পৌর এলাকার দাবারিয়া মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার আলি (৬০) নামে এক কৃষক মারা গেছেন। জানা গেছে, এদিন বিকেলে ঝড়- বৃষ্টি শুরু হলে ধানকাটা শেষে তিনি নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ওই কৃষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার, ০১ জুন ২০২১ , ১৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৯ শাওয়াল ১৪৪২

শাহজাদপুরে বজ্রাঘাত-বিদ্যুতে নিহত ৩ কৃষক

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে বজ্রপাতে দুই কৃষক এবং পৌর এলাকার দাবারিয়া মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। নিহতরা হলেন, ব্রজবালা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও দাবারিয়া মহল্লার মৃত ইউছুফ সরকারের ছেলে হায়দার সরকার (৬০)। কায়েমপুর ইউপি মেম্বর আবুল কালাম আজাদ জানান, রোববার বিকেলে ওই দুই কৃষক বাড়ির অদূরে লেদুরপাড়ায় একটি জমিতে ধান কাটছিল। বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা ধানক্ষেতের একটি শ্যালো ঘরে আশ্রয় নেয়। এময় বজ্রপাতে দু’জনেই গুরুতর আহত হয়। একপর্যায়ে আহতবস্থায় দুই কৃষককে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন বিকেলে শাহজাদপুর পৌর এলাকার দাবারিয়া মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার আলি (৬০) নামে এক কৃষক মারা গেছেন। জানা গেছে, এদিন বিকেলে ঝড়- বৃষ্টি শুরু হলে ধানকাটা শেষে তিনি নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ওই কৃষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।