করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

নাটোরে সর্বোচ্চ শনাক্ত মে মাসে

নাটোরে করোনাভাইরাস শনাক্তের ১৩ মাসে সর্বোচ্চ শনাক্ত এ বছরের মে মাসে। গতবছরের ২২ মে নাটোরে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৪০৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭৩৬ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ১২.৩৪% । এদের মধ্যে মারা গেছেন ২৪ জন। মৃত্যু হার ১.৩৮ শতাংশ। ২৭ জন চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৭ জন রোগী। নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন ৮১ জন। গত সাতদিনে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে নাটোরে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৯ জন। রোগী শনাক্তের হার ৩৮.৬৭%।

এ পর্যন্ত রাজশাহী বিভাগের মধ্যে নাটোরে আক্রান্ত এবং মৃতের হার কম থাকলেও সম্প্রতি পার্শ্ববর্তী জেলা রাজশাহী, চাপাইনবাবগঞ্জ এবং বগুড়া জেলায় ক্রমবর্ধমান আক্রান্তের হার ভাবিয়ে তুলছে নাটোরের সচেতনমহলকে। তারপরেও নাটোর শহরে মাস্ক পরিধানের প্রবণতা থাকলেও উপজেলা পর্যায়ের পৌর এলাকাসহ গ্রামগঞ্জের হাট বাজারে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। ২৯ জানুয়ারি শুক্রবার সকালে জেলায় ৪৮ হাজার ডোজ কোভিড-১৯ টিকা পৌঁছে। ৭ ফেব্রুয়ারি নাটোরে করোনা প্রতিরোধক টিকা দেয়া শুরু হলে সদর হাসপাতাল ও জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে মোট ২০৭ জন করোনার টিকা নেন। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫০ হাজার ৯৪৯ জন।

দ্বিতীয় ডোজ টিকা নিতে পেরেছেন শুধুমাত্র ৩৭ হাজার ৬৭৬ জন। প্রথম ডোজ টিকা গ্রহিতা অনেকেই প্রতিদিন হাসপাতালের টিকা কেন্দ্রে ধর্না দিচ্ছেন দ্বিতীয় ডোজ টিকার জন্য। এরইমধ্যে পরবর্তী চালান না আসায় দ্বিতীয় ডোজ টিকা প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান, সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়। প্রাপ্তি সাপেক্ষে আবারও টিকা প্রদান শুরু হবে বলে জানান তিনি।

ঝিনাইদহে ৭ দিনে আক্রান্ত: ৩৮

গত সাতদিনে ঝিনাইদহে করোনা সংক্রমণ পাওয়া গেছে ৩৮ জনের শরীরে। এরমধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলায় ২৯ জন। তবে আশার কথা গত সাতদিনে কোন মৃত্যুর রেকর্ড নেই। সিভিল সার্জন আফিস সূত্রে জানা গেছে, গত সাতদিনে (২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত) ঝিনাইদহে সংক্রমিত হয়েছে ৩৮ জন। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৯ জন, মহেশপুর ৫ জন, শৈলকুপা ২ ও কালীগঞ্জে ২ জন করে শনাক্ত হয়েছে। সাতদিনে হরিণাকুন্ডুতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এখন পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছে ২১ জন।

গত সাতদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৭ জন। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা রকম সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম নগরীতে ৫ স্পটে করোনা বুথ

নগরীর বহদ্দার হাট পুলিশ বক্স, চিটাগাং শপিং কমপ্লেক্স, চকবাজার চক সুপার মার্কেট, সার্কিট হাউসের সামনে ও সিটি কর্পোরেশন শাহ আমানত সুপার মার্কেটসহ নগরীর ৪১টি ওয়ার্ডে এ করোনা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে হ্যান্ড মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে রোববার সকালে করোনা বুথ স্থাপনের এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৯

কিশোরগঞ্জে নতুন ১৯ জনের করোনা ধরা পড়েছে। সদরেই ১২ জন। আর সুস্থ হয়েছেন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রাহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৬টি আর পুরনো তিন রোগীর নমুনা পজিটিভ হয়েছে।

মঙ্গলবার, ০১ জুন ২০২১ , ১৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৯ শাওয়াল ১৪৪২

করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

প্রতিনিধি, নাটোর, জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ, চট্টগ্রাম ব্যুরো, জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

নাটোরে সর্বোচ্চ শনাক্ত মে মাসে

নাটোরে করোনাভাইরাস শনাক্তের ১৩ মাসে সর্বোচ্চ শনাক্ত এ বছরের মে মাসে। গতবছরের ২২ মে নাটোরে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৪০৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭৩৬ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ১২.৩৪% । এদের মধ্যে মারা গেছেন ২৪ জন। মৃত্যু হার ১.৩৮ শতাংশ। ২৭ জন চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৭ জন রোগী। নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন ৮১ জন। গত সাতদিনে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে নাটোরে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৯ জন। রোগী শনাক্তের হার ৩৮.৬৭%।

এ পর্যন্ত রাজশাহী বিভাগের মধ্যে নাটোরে আক্রান্ত এবং মৃতের হার কম থাকলেও সম্প্রতি পার্শ্ববর্তী জেলা রাজশাহী, চাপাইনবাবগঞ্জ এবং বগুড়া জেলায় ক্রমবর্ধমান আক্রান্তের হার ভাবিয়ে তুলছে নাটোরের সচেতনমহলকে। তারপরেও নাটোর শহরে মাস্ক পরিধানের প্রবণতা থাকলেও উপজেলা পর্যায়ের পৌর এলাকাসহ গ্রামগঞ্জের হাট বাজারে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। ২৯ জানুয়ারি শুক্রবার সকালে জেলায় ৪৮ হাজার ডোজ কোভিড-১৯ টিকা পৌঁছে। ৭ ফেব্রুয়ারি নাটোরে করোনা প্রতিরোধক টিকা দেয়া শুরু হলে সদর হাসপাতাল ও জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে মোট ২০৭ জন করোনার টিকা নেন। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫০ হাজার ৯৪৯ জন।

দ্বিতীয় ডোজ টিকা নিতে পেরেছেন শুধুমাত্র ৩৭ হাজার ৬৭৬ জন। প্রথম ডোজ টিকা গ্রহিতা অনেকেই প্রতিদিন হাসপাতালের টিকা কেন্দ্রে ধর্না দিচ্ছেন দ্বিতীয় ডোজ টিকার জন্য। এরইমধ্যে পরবর্তী চালান না আসায় দ্বিতীয় ডোজ টিকা প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান, সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়। প্রাপ্তি সাপেক্ষে আবারও টিকা প্রদান শুরু হবে বলে জানান তিনি।

ঝিনাইদহে ৭ দিনে আক্রান্ত: ৩৮

গত সাতদিনে ঝিনাইদহে করোনা সংক্রমণ পাওয়া গেছে ৩৮ জনের শরীরে। এরমধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলায় ২৯ জন। তবে আশার কথা গত সাতদিনে কোন মৃত্যুর রেকর্ড নেই। সিভিল সার্জন আফিস সূত্রে জানা গেছে, গত সাতদিনে (২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত) ঝিনাইদহে সংক্রমিত হয়েছে ৩৮ জন। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৯ জন, মহেশপুর ৫ জন, শৈলকুপা ২ ও কালীগঞ্জে ২ জন করে শনাক্ত হয়েছে। সাতদিনে হরিণাকুন্ডুতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এখন পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছে ২১ জন।

গত সাতদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৭ জন। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা রকম সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম নগরীতে ৫ স্পটে করোনা বুথ

নগরীর বহদ্দার হাট পুলিশ বক্স, চিটাগাং শপিং কমপ্লেক্স, চকবাজার চক সুপার মার্কেট, সার্কিট হাউসের সামনে ও সিটি কর্পোরেশন শাহ আমানত সুপার মার্কেটসহ নগরীর ৪১টি ওয়ার্ডে এ করোনা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে হ্যান্ড মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে রোববার সকালে করোনা বুথ স্থাপনের এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৯

কিশোরগঞ্জে নতুন ১৯ জনের করোনা ধরা পড়েছে। সদরেই ১২ জন। আর সুস্থ হয়েছেন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রাহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৬টি আর পুরনো তিন রোগীর নমুনা পজিটিভ হয়েছে।