ভালুকায় জমি বিবাদে ছোট ভাই নিহত

গত মঙ্গলবার দুপুরে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে বড় ভাই রমিজ উদ্দিনের দায়ের কোপে ছোট ভাই আফাজ উদ্দীন নিহত হন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দাব গ্রামের আব্দুল আজিজের দুই ছেলে রমিজ ও আফাজ। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। আব্দুল আজিজ সম্প্রতি বাড়ি ভিটা হতে গাছ বিক্রি করেছেন। আফাজ উদ্দীন লাকড়ির জন্য সেই গাছের ডাল পালা আনতে গেলে বড় ভাই রমিজ উদ্দীন পেছন থেকে তার ছোট ভাইয়ের পায়ে দা দিয়ে কোপ দিলে রক্তাক্ত জখম হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ হতে ঢাকা নেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ২০ জ্যৈষ্ঠ ১৪২৮ ২১ শাওয়াল ১৪৪২

ভালুকায় জমি বিবাদে ছোট ভাই নিহত

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত মঙ্গলবার দুপুরে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে বড় ভাই রমিজ উদ্দিনের দায়ের কোপে ছোট ভাই আফাজ উদ্দীন নিহত হন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দাব গ্রামের আব্দুল আজিজের দুই ছেলে রমিজ ও আফাজ। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। আব্দুল আজিজ সম্প্রতি বাড়ি ভিটা হতে গাছ বিক্রি করেছেন। আফাজ উদ্দীন লাকড়ির জন্য সেই গাছের ডাল পালা আনতে গেলে বড় ভাই রমিজ উদ্দীন পেছন থেকে তার ছোট ভাইয়ের পায়ে দা দিয়ে কোপ দিলে রক্তাক্ত জখম হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ হতে ঢাকা নেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।