নওগাঁ পৌরসভা, নিয়ামতপুর, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় লকডাউন ঘোষণা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নওগাঁ পৌরসভা, নিয়ামতপুর উপজেলা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজশাহী ও খুলনায় শপিংমল, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাটেও করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নওগাঁ : করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১৫ দফা নির্দেশনা দিয়ে নওগাঁ জেলার নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রাত ১২টা থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে। জেলা প্রশাসক হারুন অর রশীদ গতকাল তার কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি নওগাঁ জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার লক্ষ্য করা যাচ্ছে। গত ঈদুল ফিতরের পর থেকে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের উপরে। জেলার মধ্যে নওগাঁ পৌরসভা ও সীমান্তবর্তী উপজেলা নিয়ামতপুরে গত দুই সপ্তাহ ধরে করোনার সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ।

লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট থেকে কোন যানবাহন নওগাঁয় প্রবেশ করতে পারবে না, নওগাঁ থেকেও কোন যানবাহন জেলার বাইরে যাবে না। রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না

চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ও নাটুদহ এলাকার ৬টি স্থান আংশিক লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ওইসব স্থানে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

রাজশাহী : রাজশাহীতে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে। আজ থেকে রাজশাহীতে শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। তবে দোকানপাট থেকে অনলাইনে পণ্য বিক্রি করা যাবে। কোন ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না।

গতকাল জেলা প্রশাসক আবদুল জলিল জানান, আজ সকাল ৭টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ থাকবে।

বিধিনিষেধ অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে যাওয়া যাবে না। কোন ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না। কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। অতি জরুরি প্রয়োজন ব্যতিত কোনভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা যাওয়া ৭ জন ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর তিনজন ও নাটোরের একজন রয়েছেন।

খুলনা : খুলনায় তিনটি থানা এলাকায় একসপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৪ জুন থেকে সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকার সব দোকানপাট বন্ধ রাখা হবে।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রংপুর : রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা দিনাজপুর, লালমনিরহাট এবং রংপুরে করোনার সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছে। এদের মধ্যে দিনাজপুরে দুজন এবং লালমনিরহাটে ১ জন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু জাকিরুল ইসলাম লেলিন।

সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনা সংক্রমণ রোধে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রেখেছে বিজিবি। গতকাল রাতেও তলুইগাছা ও কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। বিপুলসংখ্যক বিজিবি সদস্য মোটরসাইকেলযোগে সীমান্তে টহল দিচ্ছে। তবে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে বিজিবিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা।

এ পর্যন্ত ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। গতকাল রাতে আটক ১০ জনকে কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য নলতায় পাঠানো হয়েছে।

দিনাজপুর : দিনাজপুরে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। গতকাল করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সংক্রমণে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ জন। সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে এক লাফে ২৫ দশমিক ৮৬ ভাগে পৌঁছেছে। গত মে মাসে জেলায় করোনা আক্রান্ত এবং মৃত্যুর হার দুটোই বেড়েছে।

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে গত ১৫ দিনে ১৪২ জন নারী-পুরুষ ভারত থেকে দিনাজপুরে এসেছেন। ১৬ জন যাত্রী করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ২০ জ্যৈষ্ঠ ১৪২৮ ২১ শাওয়াল ১৪৪২

নওগাঁ পৌরসভা, নিয়ামতপুর, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় লকডাউন ঘোষণা

সংবাদ ডেস্ক

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নওগাঁ পৌরসভা, নিয়ামতপুর উপজেলা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজশাহী ও খুলনায় শপিংমল, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাটেও করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নওগাঁ : করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১৫ দফা নির্দেশনা দিয়ে নওগাঁ জেলার নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রাত ১২টা থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে। জেলা প্রশাসক হারুন অর রশীদ গতকাল তার কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি নওগাঁ জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার লক্ষ্য করা যাচ্ছে। গত ঈদুল ফিতরের পর থেকে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের উপরে। জেলার মধ্যে নওগাঁ পৌরসভা ও সীমান্তবর্তী উপজেলা নিয়ামতপুরে গত দুই সপ্তাহ ধরে করোনার সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ।

লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট থেকে কোন যানবাহন নওগাঁয় প্রবেশ করতে পারবে না, নওগাঁ থেকেও কোন যানবাহন জেলার বাইরে যাবে না। রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না

চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ও নাটুদহ এলাকার ৬টি স্থান আংশিক লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ওইসব স্থানে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

রাজশাহী : রাজশাহীতে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে। আজ থেকে রাজশাহীতে শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। তবে দোকানপাট থেকে অনলাইনে পণ্য বিক্রি করা যাবে। কোন ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না।

গতকাল জেলা প্রশাসক আবদুল জলিল জানান, আজ সকাল ৭টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ থাকবে।

বিধিনিষেধ অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে যাওয়া যাবে না। কোন ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না। কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। অতি জরুরি প্রয়োজন ব্যতিত কোনভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা যাওয়া ৭ জন ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর তিনজন ও নাটোরের একজন রয়েছেন।

খুলনা : খুলনায় তিনটি থানা এলাকায় একসপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৪ জুন থেকে সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকার সব দোকানপাট বন্ধ রাখা হবে।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রংপুর : রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা দিনাজপুর, লালমনিরহাট এবং রংপুরে করোনার সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছে। এদের মধ্যে দিনাজপুরে দুজন এবং লালমনিরহাটে ১ জন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু জাকিরুল ইসলাম লেলিন।

সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনা সংক্রমণ রোধে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রেখেছে বিজিবি। গতকাল রাতেও তলুইগাছা ও কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। বিপুলসংখ্যক বিজিবি সদস্য মোটরসাইকেলযোগে সীমান্তে টহল দিচ্ছে। তবে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে বিজিবিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা।

এ পর্যন্ত ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। গতকাল রাতে আটক ১০ জনকে কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য নলতায় পাঠানো হয়েছে।

দিনাজপুর : দিনাজপুরে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। গতকাল করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সংক্রমণে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ জন। সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে এক লাফে ২৫ দশমিক ৮৬ ভাগে পৌঁছেছে। গত মে মাসে জেলায় করোনা আক্রান্ত এবং মৃত্যুর হার দুটোই বেড়েছে।

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে গত ১৫ দিনে ১৪২ জন নারী-পুরুষ ভারত থেকে দিনাজপুরে এসেছেন। ১৬ জন যাত্রী করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।