লাইকি’র ক্রেজি মুভি এডিটরস ক্যাম্পেইন

শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ লাইকি সম্প্রতি সিনেমাপ্রেমীদের জন্য ‘ক্রেজি মুভি এডিটরস’ নামে একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনে ইংরেজি, হিন্দি ও বাংলাসহ অন্য যেকোনো ভাষার মুভি রিভিউয়ের ভিডিও কন্টেন্ট তৈরি করে লাইকি ব্যবহারকারীরা জিতে নিতে পারবেন নগদ অর্থসহ অসংখ্য পুরস্কার। এ ক্যাম্পেইন ৪ জুন পর্যন্ত চলবে।

লাইকি ব্যবহারকারী ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে প্রতিভাবান মুভি রিভিউয়ার বের করে আনাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। লাইকি’র সকল ক্রিয়েটর ও ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণ করতে রিভিউ ভিডিও তৈরি করে এর পোস্টে #CraZzMovieEditors হ্যাশট্যাগটি যুক্ত করে আপলোড করলেই হবে। একটি মুভির জন্য একজন ব্যবহারকারী ৬ ভাগে অনূর্ধ্ব ১ মিনিটের ভিডিও, অর্থাৎ সর্বোচ্চ ৬ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। কন্টেন্ট টাইপ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ডেমো ভিডিও দেখতে পারেন। নিয়ম অনুসরণ করে ভিডিও আপলোড করার মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।

তবে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হতে রিভিউ কন্টেন্টগুলোকে কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। রিভিউ ভিডিওগুলো সম্পূর্ণ মৌলিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে পূর্বে আপলোড করা কিংবা সংগ্রহ করা ভিডিও জমা দেওয়া যাবে না। রিভিউর নিজস্ব স্টাইল থাকতে হবে, অন্য কারো উপস্থাপনের ভঙ্গি নকল করা যাবে না। সেই সঙ্গে ভিডিওগুলোতে বোঝার সুবিধার্থে রিভিউ করা মুভির অরিজিনাল অংশবিশেষ সংযুক্ত করতে হবে, মুভি’র নাম ও ভিডিও’র ক্রমিক নম্বরসহ ভিডিও কাভারের প্রয়োজনীয় অংশ থাকতে হবে এবং ভয়েস-ওভার বা অডিও স্পষ্ট হতে হবে।

নিজেদের কন্টেন্টগুলোকে আরো চমৎকার করে তোলার জন্য ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে ভয়েস-ওভার ব্যবহার করতে পারবেন এবং ভয়েজ-ওভার আর্টিস্ট হিসেবে এতে অন্যদেরও যুক্ত করতে পারবেন। হাস্যরসাত্মক সংলাপ আর অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যবহারকারীরা রিভিউগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। এ ক্যাম্পেইন নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশনস জয় বলেন, ‘ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিশ্বাস ও লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে লাইকি। সিনেমা নিয়ে আমাদের ব্যবহারকারীদের যে জ্ঞান ও দক্ষতা রয়েছে, সেটিকে এবার তারা সকলের কাছে ছড়িয়ে দিতে পারবেন ক্রেজি মুভি এডিটরস কন্টেস্টে অংশগ্রহণ করে।’

ক্যাশ প্রাইজ, কোয়ালিটি প্রাইজ এবং আইডেন্টিটি প্রাইজ এই তিনটি ক্যাটাগরিতে বিজয়ী রিভিউয়ারদেরকে পুরস্কৃত করা হবে। যদি কোনো রিভিউয়ার দুই সপ্তাহে আলাদা পাঁচটির বেশি মুভির রিভিউ তৈরি করে, সেক্ষেত্রে নির্বাচিত অ্যাকাউন্টের সুযোগ থাকবে ১ হাজার মার্কিন ডলার শেয়ার করার। কোয়ালিটি প্রাইজ ক্যাটেগরির আওতায় একেকটি অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা প্রতিটি ভিডিওর জন্য সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার এবং মোট সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত জিতে নিতে পারবেন। একটি ভিডিওতে ২ হাজার লাইকের জন্য ভিডিও নির্মাতা ১ মার্কিন ডলার করে পাবেন। সেরা ১০ কন্টেন্ট নির্মাতা লাইকি ব্লু-ভি ব্যাজ ভেরিফিকেশন অর্জন করবেন। পরবর্তীতে, সেই ব্যবহারকারীর বানানো যে কোনো কন্টেন্টকে ব্লু-ভি মানদন্ডে মূল্যায়ন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ২০ জ্যৈষ্ঠ ১৪২৮ ২১ শাওয়াল ১৪৪২

লাইকি’র ক্রেজি মুভি এডিটরস ক্যাম্পেইন

image

শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ লাইকি সম্প্রতি সিনেমাপ্রেমীদের জন্য ‘ক্রেজি মুভি এডিটরস’ নামে একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনে ইংরেজি, হিন্দি ও বাংলাসহ অন্য যেকোনো ভাষার মুভি রিভিউয়ের ভিডিও কন্টেন্ট তৈরি করে লাইকি ব্যবহারকারীরা জিতে নিতে পারবেন নগদ অর্থসহ অসংখ্য পুরস্কার। এ ক্যাম্পেইন ৪ জুন পর্যন্ত চলবে।

লাইকি ব্যবহারকারী ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে প্রতিভাবান মুভি রিভিউয়ার বের করে আনাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। লাইকি’র সকল ক্রিয়েটর ও ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণ করতে রিভিউ ভিডিও তৈরি করে এর পোস্টে #CraZzMovieEditors হ্যাশট্যাগটি যুক্ত করে আপলোড করলেই হবে। একটি মুভির জন্য একজন ব্যবহারকারী ৬ ভাগে অনূর্ধ্ব ১ মিনিটের ভিডিও, অর্থাৎ সর্বোচ্চ ৬ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। কন্টেন্ট টাইপ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ডেমো ভিডিও দেখতে পারেন। নিয়ম অনুসরণ করে ভিডিও আপলোড করার মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।

তবে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হতে রিভিউ কন্টেন্টগুলোকে কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। রিভিউ ভিডিওগুলো সম্পূর্ণ মৌলিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে পূর্বে আপলোড করা কিংবা সংগ্রহ করা ভিডিও জমা দেওয়া যাবে না। রিভিউর নিজস্ব স্টাইল থাকতে হবে, অন্য কারো উপস্থাপনের ভঙ্গি নকল করা যাবে না। সেই সঙ্গে ভিডিওগুলোতে বোঝার সুবিধার্থে রিভিউ করা মুভির অরিজিনাল অংশবিশেষ সংযুক্ত করতে হবে, মুভি’র নাম ও ভিডিও’র ক্রমিক নম্বরসহ ভিডিও কাভারের প্রয়োজনীয় অংশ থাকতে হবে এবং ভয়েস-ওভার বা অডিও স্পষ্ট হতে হবে।

নিজেদের কন্টেন্টগুলোকে আরো চমৎকার করে তোলার জন্য ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে ভয়েস-ওভার ব্যবহার করতে পারবেন এবং ভয়েজ-ওভার আর্টিস্ট হিসেবে এতে অন্যদেরও যুক্ত করতে পারবেন। হাস্যরসাত্মক সংলাপ আর অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যবহারকারীরা রিভিউগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। এ ক্যাম্পেইন নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশনস জয় বলেন, ‘ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিশ্বাস ও লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে লাইকি। সিনেমা নিয়ে আমাদের ব্যবহারকারীদের যে জ্ঞান ও দক্ষতা রয়েছে, সেটিকে এবার তারা সকলের কাছে ছড়িয়ে দিতে পারবেন ক্রেজি মুভি এডিটরস কন্টেস্টে অংশগ্রহণ করে।’

ক্যাশ প্রাইজ, কোয়ালিটি প্রাইজ এবং আইডেন্টিটি প্রাইজ এই তিনটি ক্যাটাগরিতে বিজয়ী রিভিউয়ারদেরকে পুরস্কৃত করা হবে। যদি কোনো রিভিউয়ার দুই সপ্তাহে আলাদা পাঁচটির বেশি মুভির রিভিউ তৈরি করে, সেক্ষেত্রে নির্বাচিত অ্যাকাউন্টের সুযোগ থাকবে ১ হাজার মার্কিন ডলার শেয়ার করার। কোয়ালিটি প্রাইজ ক্যাটেগরির আওতায় একেকটি অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা প্রতিটি ভিডিওর জন্য সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার এবং মোট সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত জিতে নিতে পারবেন। একটি ভিডিওতে ২ হাজার লাইকের জন্য ভিডিও নির্মাতা ১ মার্কিন ডলার করে পাবেন। সেরা ১০ কন্টেন্ট নির্মাতা লাইকি ব্লু-ভি ব্যাজ ভেরিফিকেশন অর্জন করবেন। পরবর্তীতে, সেই ব্যবহারকারীর বানানো যে কোনো কন্টেন্টকে ব্লু-ভি মানদন্ডে মূল্যায়ন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।