তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে মেয়েদের জন্য ইনোভেশন বুটক্যাম্প

উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে চান অথবা নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে পারিপার্শ্বিক সমস্যার সমাধান করতে চান, কিংবা নারী উদ্যোক্তা যাদের ইতোমধ্যে একটি উদ্যোগ রয়েছে কিন্তু সঠিক পরিচর্যার অভাবে এগোতে পারছেন না- এমন নারীদের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) তৃতীয়বারের আয়োজন করতে যাচ্ছে গার্লস ইনোভেশন ও উদ্যোক্তা বুটক্যাম্প-২০২১। কোভিড পরিস্থিতির কারণে এ বছর ভার্চুয়ালি আয়োজিত হতে যাচ্ছে ক্যাম্পটি। এই আয়োজনে ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণীকে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় তার সহায়তা দেয়া হবে। আগামী ২১-২৫ জুন অনলাইনে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

২০১৭ সালে প্রথম পাইলট পর্যায়ে একটি বুটক্যাম্প আয়োজন করেছিল বিডিওএসএন। এরপর ২০১৯ এবং ২০২০ সালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD) এর যৌথ উদ্যোগে ৩ দিনের দুটি আবাসিক বুটক্যাম্পে অংশ নেন সারাদেশ থেকে ৬৫ জন নারী। এ বছর অনলাইন আয়োজনের মাধ্যমে যুক্ত করা হবে আরো ৫০ জন নবীন এবং আগ্রহী উদ্যোক্তাকে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা উত্তীর্ণ যে কোন মেয়ে এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। নির্ধারিত ফরমে আবেদনের পর ফোন ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেয়ার জন্য কোন ফী-এর প্রযোজন হবে না। পুরো ক্যাম্পজুড়ে থাকবে নানা আয়োজন। থাকবে আইডিয়া ভ্যালিডেশন, পিচিং, বিজনেস মডেল ক্যানভাস তৈরি ইত্যাদি। এছাড়াও উদ্যোক্তা সেক্টরে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত হবেন ক্যাম্পের বিভিন্ন সেশনে।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী এখন উন্মোচিত হচ্ছে নানা আয়োজন, নানা উদ্ভাবন যার কোনো কোনোটি বদলে দিচ্ছে বিশ্বকে। সাম্প্রতিক মহামারীর কারণে সেই উদ্ভাবন এখন হয়ে উঠছে আরো বেশী প্রযুক্তিনির্ভর এবং পারিপার্শ্বিক সমস্যা কেন্দ্রিক। নিজের উদ্ভাবনী ধারণা একটি উদ্যোগে পরিণত করে অনেকেই এখন যেমন নিজের ভাগ্য বদলে ফেলেছেন তেমনি অন্যদের জন্য তৈরি করেছেন কাজের সুযোগ। ক্যাম্পের জন্য নিবন্ধন করা যাবে: যঃhttps://forms.gle/9h3Qvr69nPTpgkXx9, আয়োজনের বিস্তারিত জানা যাবে: https://cutt.ly/5ndGNv0। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ২০ জ্যৈষ্ঠ ১৪২৮ ২১ শাওয়াল ১৪৪২

তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে মেয়েদের জন্য ইনোভেশন বুটক্যাম্প

image

উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে চান অথবা নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে পারিপার্শ্বিক সমস্যার সমাধান করতে চান, কিংবা নারী উদ্যোক্তা যাদের ইতোমধ্যে একটি উদ্যোগ রয়েছে কিন্তু সঠিক পরিচর্যার অভাবে এগোতে পারছেন না- এমন নারীদের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) তৃতীয়বারের আয়োজন করতে যাচ্ছে গার্লস ইনোভেশন ও উদ্যোক্তা বুটক্যাম্প-২০২১। কোভিড পরিস্থিতির কারণে এ বছর ভার্চুয়ালি আয়োজিত হতে যাচ্ছে ক্যাম্পটি। এই আয়োজনে ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণীকে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় তার সহায়তা দেয়া হবে। আগামী ২১-২৫ জুন অনলাইনে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

২০১৭ সালে প্রথম পাইলট পর্যায়ে একটি বুটক্যাম্প আয়োজন করেছিল বিডিওএসএন। এরপর ২০১৯ এবং ২০২০ সালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD) এর যৌথ উদ্যোগে ৩ দিনের দুটি আবাসিক বুটক্যাম্পে অংশ নেন সারাদেশ থেকে ৬৫ জন নারী। এ বছর অনলাইন আয়োজনের মাধ্যমে যুক্ত করা হবে আরো ৫০ জন নবীন এবং আগ্রহী উদ্যোক্তাকে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা উত্তীর্ণ যে কোন মেয়ে এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। নির্ধারিত ফরমে আবেদনের পর ফোন ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেয়ার জন্য কোন ফী-এর প্রযোজন হবে না। পুরো ক্যাম্পজুড়ে থাকবে নানা আয়োজন। থাকবে আইডিয়া ভ্যালিডেশন, পিচিং, বিজনেস মডেল ক্যানভাস তৈরি ইত্যাদি। এছাড়াও উদ্যোক্তা সেক্টরে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত হবেন ক্যাম্পের বিভিন্ন সেশনে।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী এখন উন্মোচিত হচ্ছে নানা আয়োজন, নানা উদ্ভাবন যার কোনো কোনোটি বদলে দিচ্ছে বিশ্বকে। সাম্প্রতিক মহামারীর কারণে সেই উদ্ভাবন এখন হয়ে উঠছে আরো বেশী প্রযুক্তিনির্ভর এবং পারিপার্শ্বিক সমস্যা কেন্দ্রিক। নিজের উদ্ভাবনী ধারণা একটি উদ্যোগে পরিণত করে অনেকেই এখন যেমন নিজের ভাগ্য বদলে ফেলেছেন তেমনি অন্যদের জন্য তৈরি করেছেন কাজের সুযোগ। ক্যাম্পের জন্য নিবন্ধন করা যাবে: যঃhttps://forms.gle/9h3Qvr69nPTpgkXx9, আয়োজনের বিস্তারিত জানা যাবে: https://cutt.ly/5ndGNv0। সংবাদ বিজ্ঞপ্তি।