পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব

২০২১-২২ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ বছর প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭২ হাজার ২৮ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৬৪ হাজার ৫৭৯ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা। যা মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৫ দশমিক ৮০ শতাংশ। গতকাল জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ প্রস্তাব করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বছর ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেট প্রস্তাব করা হয়েছে।

সড়ক ও মহাসড়ক বিভাগ : ২০২১-২২ অর্থবছরের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে মোট ৩২ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২৯ হাজার ৪৪১ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ৯০০ কোটি টাকা। যা বর্তমান অর্থবছরে ছিল ৪ হাজার ৬১৬ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৮ হাজার ৪২ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২৪ হাজার ৮২৫ কোটি টাকা।

সেতু বিভাগ : ২০২১-২২ অর্থবছরে পদ্মা সেতুসহ সেতু বিভাগের জন্য উন্নয়ন ও পরিচালন খাতে ৯ হাজার ৮২০ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৭ হাজার ৯৭৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা ছিল ৪ হাজার ৬০৭ কোটি। এর মধ্যে পদ্মা সেতুসহ উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ৯ হাজার ৮১৩ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছর ছিল ৭ হাজার ৯৭৩ কোটি টাকা। এছাড়া সেতু বিভাগের পরিচালন ব্যয় বাড়িয়ে ৭ কোটি টাকা করা হয়েছে। যা গত অর্থবছর ছিল ৬ কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয় : রেলওয়ে খাতে ২০২১-২২ অর্থবছরে বাজেট প্রস্তাব করা হয়েছে ১৭ হাজার ৫৪২ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ১৬ হাজার ৩২৬ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ১৩ হাজার ৫৫৮ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ১২ হাজার ৪৯১ কোটি টাকা। এছাড়া পরিচালক ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৯৮৪ কোটি টাকা। যা চলতি অর্থবছরে ছিল ৩ হাজার ৮৩৫ কোটি টাকা।

নৌ পরিবহন মন্ত্রণালয় : নৌ-যোগাযোগে ২০২১-২১ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে ৫ হাজার ১৩৭ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩ হাজার ৯৯৯ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ৩৫৪ কোটি টাকা। যা চলতি অর্থবছরে রয়েছে ৩ হাজার ২৬৫ কোটি টাকা। এছাড়া পরিচালন খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭৮৩ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ৭৩৪ কোটি টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় : বিমান পরিবহন ও পর্যটন খাতের জন্য ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ৩২ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩ হাজার ৬৮৮ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৯৮৩ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৩ হাজার ৬৩৩ কোটি টাকা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ : ডাক ও টেলিযোগাযোগ খাতে ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৫৫৫ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩ হাজার ১৪৬ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৪২০ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ২ হাজার ৫০ কোটি টাকা। এছাড়া পরিচালন ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ হাজার ১৩৫ কোটি টাকা। যা চলতি অর্থবছরে ছিল ১ হাজার ৯৬ কোটি টাকা।

শুক্রবার, ০৪ জুন ২০২১ , ২১ জ্যৈষ্ঠ ১৪২৮ ২২ শাওয়াল ১৪৪২

উন্নয়ন বাজেটে

পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব

ইবরাহীম মাহমুদ আকাশ

২০২১-২২ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ বছর প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭২ হাজার ২৮ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৬৪ হাজার ৫৭৯ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা। যা মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৫ দশমিক ৮০ শতাংশ। গতকাল জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ প্রস্তাব করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বছর ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেট প্রস্তাব করা হয়েছে।

সড়ক ও মহাসড়ক বিভাগ : ২০২১-২২ অর্থবছরের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে মোট ৩২ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২৯ হাজার ৪৪১ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ৯০০ কোটি টাকা। যা বর্তমান অর্থবছরে ছিল ৪ হাজার ৬১৬ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৮ হাজার ৪২ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২৪ হাজার ৮২৫ কোটি টাকা।

সেতু বিভাগ : ২০২১-২২ অর্থবছরে পদ্মা সেতুসহ সেতু বিভাগের জন্য উন্নয়ন ও পরিচালন খাতে ৯ হাজার ৮২০ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৭ হাজার ৯৭৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা ছিল ৪ হাজার ৬০৭ কোটি। এর মধ্যে পদ্মা সেতুসহ উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ৯ হাজার ৮১৩ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছর ছিল ৭ হাজার ৯৭৩ কোটি টাকা। এছাড়া সেতু বিভাগের পরিচালন ব্যয় বাড়িয়ে ৭ কোটি টাকা করা হয়েছে। যা গত অর্থবছর ছিল ৬ কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয় : রেলওয়ে খাতে ২০২১-২২ অর্থবছরে বাজেট প্রস্তাব করা হয়েছে ১৭ হাজার ৫৪২ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ১৬ হাজার ৩২৬ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ১৩ হাজার ৫৫৮ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ১২ হাজার ৪৯১ কোটি টাকা। এছাড়া পরিচালক ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৯৮৪ কোটি টাকা। যা চলতি অর্থবছরে ছিল ৩ হাজার ৮৩৫ কোটি টাকা।

নৌ পরিবহন মন্ত্রণালয় : নৌ-যোগাযোগে ২০২১-২১ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে ৫ হাজার ১৩৭ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩ হাজার ৯৯৯ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ৩৫৪ কোটি টাকা। যা চলতি অর্থবছরে রয়েছে ৩ হাজার ২৬৫ কোটি টাকা। এছাড়া পরিচালন খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭৮৩ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ৭৩৪ কোটি টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় : বিমান পরিবহন ও পর্যটন খাতের জন্য ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ৩২ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩ হাজার ৬৮৮ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৯৮৩ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৩ হাজার ৬৩৩ কোটি টাকা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ : ডাক ও টেলিযোগাযোগ খাতে ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৫৫৫ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩ হাজার ১৪৬ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৪২০ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ২ হাজার ৫০ কোটি টাকা। এছাড়া পরিচালন ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ হাজার ১৩৫ কোটি টাকা। যা চলতি অর্থবছরে ছিল ১ হাজার ৯৬ কোটি টাকা।