রবি আজিয়াটা লিমিটেড ও গার্ডিয়ান লাইফের মধ্যে চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রবি আজিয়াটা তাদের গ্রাহকদের কাছে আরস্টোর, রবিশপ এবং অন্য চ্যানেলের মাধ্যমে ডিজিটালি গার্ডিয়ান লাইফ এর ইজিলাইফ বীমা পরিকল্প সরবরাহ করবে।

রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে শোভন চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট; রিয়াদুল হাসান রাজিব, জেনারেল ম্যানেজার, ডিজিটাল কমার্স অ্যান্ড অলটারনেট চ্যানেল; রাহিমুল আনাম, ম্যানেজার, ডিজিটাল কমার্স অ্যান্ড অলটারনেট চ্যানেল এবং তারিক সাফাত, ম্যানেজার, ডিজিটাল কমার্স অ্যান্ড অলটারনেট চ্যানেল এবং গার্ডিয়ান লাইফের পক্ষে শামীম আহমেদ, চীফ অপারেটিং অফিসার; রুবায়েত সালেহীন, হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন; ইয়াসিন আরাফাত, হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি; শাহরিয়ার আকন্দ, কী লিড, এডিসি এবং আরিফুল হক, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে উক্ত প্ল্যাটফর্মে একটি এজেন্ট ভিত্তিক মাইক্রো সেভিং ইন্স্যুরেন্স সেবা অফার করা হচ্ছে যা গ্রাহকদের অর্থ সঞ্চয়ের পাশাপাশি পরিবারের সুরক্ষাও নিশ্চিত করবে। মাসিক ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ টাকা প্রিমিয়ামের মোট ৪টি সেভিংস প্ল্যান এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ০৪ জুন ২০২১ , ২১ জ্যৈষ্ঠ ১৪২৮ ২২ শাওয়াল ১৪৪২

রবি আজিয়াটা লিমিটেড ও গার্ডিয়ান লাইফের মধ্যে চুক্তি স্বাক্ষর

image

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রবি আজিয়াটা তাদের গ্রাহকদের কাছে আরস্টোর, রবিশপ এবং অন্য চ্যানেলের মাধ্যমে ডিজিটালি গার্ডিয়ান লাইফ এর ইজিলাইফ বীমা পরিকল্প সরবরাহ করবে।

রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে শোভন চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট; রিয়াদুল হাসান রাজিব, জেনারেল ম্যানেজার, ডিজিটাল কমার্স অ্যান্ড অলটারনেট চ্যানেল; রাহিমুল আনাম, ম্যানেজার, ডিজিটাল কমার্স অ্যান্ড অলটারনেট চ্যানেল এবং তারিক সাফাত, ম্যানেজার, ডিজিটাল কমার্স অ্যান্ড অলটারনেট চ্যানেল এবং গার্ডিয়ান লাইফের পক্ষে শামীম আহমেদ, চীফ অপারেটিং অফিসার; রুবায়েত সালেহীন, হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন; ইয়াসিন আরাফাত, হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি; শাহরিয়ার আকন্দ, কী লিড, এডিসি এবং আরিফুল হক, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে উক্ত প্ল্যাটফর্মে একটি এজেন্ট ভিত্তিক মাইক্রো সেভিং ইন্স্যুরেন্স সেবা অফার করা হচ্ছে যা গ্রাহকদের অর্থ সঞ্চয়ের পাশাপাশি পরিবারের সুরক্ষাও নিশ্চিত করবে। মাসিক ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ টাকা প্রিমিয়ামের মোট ৪টি সেভিংস প্ল্যান এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।