করোনার নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৩৪ জন। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জনে। এছাড়া একই সময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সঙ্গে কমেছে সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮৭ জন। এর আগের দিন শনাক্ত হয়েছিলেন এক হাজার ৯৮৮ জন। সরকারি হিসেবে দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন আট লাখ পাঁচ হাজার ৯৮০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭০ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৪৬ হাজার ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৭২৩টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৭২টি আর আগের দিন ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ দুই হাজার ৯৯৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৩ লাখ ৮০ হাজার ৮৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ২২ হাজার ১৫১টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার নয় দশমিক ৯৪ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৮ শতাংশ। দেশে বর্তমানে ৫০৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১৩১টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৩৪টি পরীক্ষাগারে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ৯ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ৯ হাজার ১৮১ জন এবং নারী মারা গেলেন তিন হাজার ৫৪৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চারজন।

তাদের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে আছেন ছয়জন করে, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে আছেন দুইজন এবং রংপুর বিভাগে আছেন চারজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৪ জন, বেসরকারি হাসপাতালে চারজন এবং বাড়িতে মারা গেছেন দুইজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৯৭০ জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন ৪০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩১ জন, রংপুর বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ১৯৫ জন, বরিশাল বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ১১৭ জন, সিলেট বিভাগে ১২৪ জন এবং ময়মনসিংহ বিভাগে আছেন সাতজন।

আরও খবর
সীমান্তের বিভিন্ন জেলায় লকডাউন কার্যকর
জাতীয় চা দিবস আজ
লুটপাট বন্ধ না হলে বাজেটের কাক্সিক্ষত ফল পাওয়া যাবে না
বাজেট সংকটকালীন সময়োপযোগী : কাদের
রংপুর চেম্বার অব কমার্সের হতাশা
রেলের টিকিট কাউন্টারে বিক্রি ৮ জুন থেকে
বাদীর সন্দেহ সাবলেট কানিজকে, ফিঙ্গার প্রিন্টে খুনি শনাক্তের চেষ্টা
বাড়ির নকশা অনুমোদন নিতে টিআইএন লাগবে
বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ ঘোষণা না দেয়ায় সাধুবাদ টিআইবির
বাজেট কল্পনাপ্রসূত, এটি বাস্তবায়নযোগ্য নয় : জিএম কাদের
হল না খুললে ৬ জুন থেকে বিক্ষোভ করবে ঢাবি শিক্ষার্থীরা
রাবিতে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত খুলছে না হল
গফরগাঁওয়ে দুই বোনকে ভারতে পাচার, অনুপ্রবেশের দায়ে আটক

শুক্রবার, ০৪ জুন ২০২১ , ২১ জ্যৈষ্ঠ ১৪২৮ ২২ শাওয়াল ১৪৪২

করোনার নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে

নিজস্ব বার্তা পরিবেশক |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৩৪ জন। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জনে। এছাড়া একই সময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সঙ্গে কমেছে সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮৭ জন। এর আগের দিন শনাক্ত হয়েছিলেন এক হাজার ৯৮৮ জন। সরকারি হিসেবে দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন আট লাখ পাঁচ হাজার ৯৮০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭০ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৪৬ হাজার ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৭২৩টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৭২টি আর আগের দিন ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ দুই হাজার ৯৯৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৩ লাখ ৮০ হাজার ৮৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ২২ হাজার ১৫১টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার নয় দশমিক ৯৪ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৮ শতাংশ। দেশে বর্তমানে ৫০৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১৩১টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৩৪টি পরীক্ষাগারে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ৯ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ৯ হাজার ১৮১ জন এবং নারী মারা গেলেন তিন হাজার ৫৪৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চারজন।

তাদের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে আছেন ছয়জন করে, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে আছেন দুইজন এবং রংপুর বিভাগে আছেন চারজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৪ জন, বেসরকারি হাসপাতালে চারজন এবং বাড়িতে মারা গেছেন দুইজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৯৭০ জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন ৪০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩১ জন, রংপুর বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ১৯৫ জন, বরিশাল বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ১১৭ জন, সিলেট বিভাগে ১২৪ জন এবং ময়মনসিংহ বিভাগে আছেন সাতজন।