১১ বছরেও বিচার না পেয়ে নিরাপত্তাহীন বাদী পরিবার

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের গোশলা কান্দা গ্রামের গ্রামডাক্তার নাজিমউদ্দীন হত্যার বিচার হয়নি ১১ বছরেও। উপরন্তু জামিনে বের হয়ে আসামীরা দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। দুই কন্যা সন্তানের জনক নাজিমউদ্দীন ২০১০ সালের ২৯ শে মে দিবাগত রাতে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন। এ ব্যাপারে তার ভাই জিল্লুর রহমান বাদী হয়ে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করে ছিলেন। হত্যার ১১ বছর চলে গেলেও মামলার বিচার না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে পরিবারে।

মামলার বাদী নিহতের ভাই জিল্লুর রহমান বলেন, সৎ এবং ন্যায়ের পথে ছিলেন বলে গ্রামের মানুষ তাকে বিশ্বাস করত অনেক। আজও বিচার না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে সারা এলাকায়। আমি মরার আগে আমার প্রাণপ্রিয় ভাই হত্যার বিচার দেখে যেতে চাই।

শনিবার, ০৫ জুন ২০২১ , ২২ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৩ শাওয়াল ১৪৪২

­বেলাবোতে নাজিমউদ্দিন হত্যা

১১ বছরেও বিচার না পেয়ে নিরাপত্তাহীন বাদী পরিবার

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের গোশলা কান্দা গ্রামের গ্রামডাক্তার নাজিমউদ্দীন হত্যার বিচার হয়নি ১১ বছরেও। উপরন্তু জামিনে বের হয়ে আসামীরা দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। দুই কন্যা সন্তানের জনক নাজিমউদ্দীন ২০১০ সালের ২৯ শে মে দিবাগত রাতে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন। এ ব্যাপারে তার ভাই জিল্লুর রহমান বাদী হয়ে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করে ছিলেন। হত্যার ১১ বছর চলে গেলেও মামলার বিচার না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে পরিবারে।

মামলার বাদী নিহতের ভাই জিল্লুর রহমান বলেন, সৎ এবং ন্যায়ের পথে ছিলেন বলে গ্রামের মানুষ তাকে বিশ্বাস করত অনেক। আজও বিচার না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে সারা এলাকায়। আমি মরার আগে আমার প্রাণপ্রিয় ভাই হত্যার বিচার দেখে যেতে চাই।