আরটিভিতে আজ ‘তরুণিমা’

রেজবিন হাফিজ, একজন নারী উদ্যোক্তা। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। সফল এই নারী উদ্যোক্তা রেজবিন হাফিজের জীবনের গল্প অবলম্বনে নির্মিত হলো বিশেষ নাটক ‘তরুনিমা’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন লাক্স সেলিব্রেটি নাদিয়া মিম। এতে তিনি আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করেছেন। এরইমধ্যে নাটকটির নির্মাণকাজ শেষে আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে। নাটকটির গল্প মাসুদ করিম সুজনের। তিনিই নাটকটি নির্মাণ করেছেন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পাপ্পু রাজ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার বিষয়টিকে উপজীব্য করেই এই নাটকটি নির্মাণ করা হয়েছে। নির্মাতা সুজন বেশ যতœ নিয়ে কাজটি করেছেন। আশাকরি দর্শকের ভালো লাগবে।’ নাদিয়া মিম বলেন, ‘আমাদের দেশে অনেক নারী উদ্যোক্তারাই এখন বেশ সফল। তরুনিমা তেমনই একজন নারী উদ্যোক্তা। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার। আমি আমার নিজের ভেতরে তরুণিমা চরিত্রটি ধারণ করে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে দর্শকের।’ নাটকটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।

শনিবার, ০৫ জুন ২০২১ , ২২ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৩ শাওয়াল ১৪৪২

আরটিভিতে আজ ‘তরুণিমা’

বিনোদন প্রতিবেদক |

image

রেজবিন হাফিজ, একজন নারী উদ্যোক্তা। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। সফল এই নারী উদ্যোক্তা রেজবিন হাফিজের জীবনের গল্প অবলম্বনে নির্মিত হলো বিশেষ নাটক ‘তরুনিমা’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন লাক্স সেলিব্রেটি নাদিয়া মিম। এতে তিনি আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করেছেন। এরইমধ্যে নাটকটির নির্মাণকাজ শেষে আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে। নাটকটির গল্প মাসুদ করিম সুজনের। তিনিই নাটকটি নির্মাণ করেছেন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পাপ্পু রাজ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার বিষয়টিকে উপজীব্য করেই এই নাটকটি নির্মাণ করা হয়েছে। নির্মাতা সুজন বেশ যতœ নিয়ে কাজটি করেছেন। আশাকরি দর্শকের ভালো লাগবে।’ নাদিয়া মিম বলেন, ‘আমাদের দেশে অনেক নারী উদ্যোক্তারাই এখন বেশ সফল। তরুনিমা তেমনই একজন নারী উদ্যোক্তা। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার। আমি আমার নিজের ভেতরে তরুণিমা চরিত্রটি ধারণ করে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে দর্শকের।’ নাটকটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।