দেশের বাজারে আইটেল ‘ভিশন ২ প্লাস’

দেশের বাজারে ভিশন সিরিজের ২/৩২ জিবির নতুন সংস্করণ ‘ভিশন ২ প্লাস’ নিয়ে এসেছে আইটেল মোবাইল বাংলাদেশ। নতুন ফোনটিতে ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং স্টাইলিশ ও ফ্যাশনেবল ডিজাইনসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ফোনটির ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটারড্রপ নচের অপেক্ষাকৃত বড় ফুল-স্ক্রিন ডিসপ্লেতে স্টাইল ও কালার সুবিধা পাওয়া যাবে। এইচডি ডিসপ্লে থাকায় ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনে সবকিছু স্বচ্ছ এবং স্পষ্টভাবে দেখতে পাবেন। নতুন এই অ্যান্ড্রয়েড ফোনটিতে উচ্চমাত্রার ৯৪% পর্যন্ত স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে।

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, ফোনটির পিছনের ক্যামেরায় ডুয়েল সেন্সর এবং সামনের সিঙ্গেল স্নাপার সুবিধা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরায় সেকেন্ডারি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) সেন্সরসহ একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। এর এআই বোকেহ ইফেক্ট, এআই ফেস বিউটি, স্মাইল ইফেক্ট, এআই সিনারিও ডিটেকসন এবং এআই ডুয়েল রিয়ার ক্যামেরার এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ আপনাকে ছায়া এবং হালকা আলোর দৃশ্যও স্বাভাবিকভাবে ধারন করার সুবিধা দিবে।

আইটেল ভিশন ২ প্লাস স্মার্টফোনটিতে ২ জিবি র‌্যাম এবং অক্টা-কোর ১.৬ গিগাহার্জ প্রসেসর থাকায় এতে সহজেই একাধিক অ্যাপ চালানো যাবে। ফোনটির ৩২ জিবি রম আপনার পছন্দের সব অ্যাপ্লিকেশন, ভিডিও, ছবি এবং গান জমা রাখার পর্যাপ্ত স্টোরেজ সুবিধা দিবে। প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশনসহ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) এ চলে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ০৬ জুন ২০২১ , ২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৪ শাওয়াল ১৪৪২

দেশের বাজারে আইটেল ‘ভিশন ২ প্লাস’

image

দেশের বাজারে ভিশন সিরিজের ২/৩২ জিবির নতুন সংস্করণ ‘ভিশন ২ প্লাস’ নিয়ে এসেছে আইটেল মোবাইল বাংলাদেশ। নতুন ফোনটিতে ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং স্টাইলিশ ও ফ্যাশনেবল ডিজাইনসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ফোনটির ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটারড্রপ নচের অপেক্ষাকৃত বড় ফুল-স্ক্রিন ডিসপ্লেতে স্টাইল ও কালার সুবিধা পাওয়া যাবে। এইচডি ডিসপ্লে থাকায় ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনে সবকিছু স্বচ্ছ এবং স্পষ্টভাবে দেখতে পাবেন। নতুন এই অ্যান্ড্রয়েড ফোনটিতে উচ্চমাত্রার ৯৪% পর্যন্ত স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে।

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, ফোনটির পিছনের ক্যামেরায় ডুয়েল সেন্সর এবং সামনের সিঙ্গেল স্নাপার সুবিধা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরায় সেকেন্ডারি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) সেন্সরসহ একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। এর এআই বোকেহ ইফেক্ট, এআই ফেস বিউটি, স্মাইল ইফেক্ট, এআই সিনারিও ডিটেকসন এবং এআই ডুয়েল রিয়ার ক্যামেরার এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ আপনাকে ছায়া এবং হালকা আলোর দৃশ্যও স্বাভাবিকভাবে ধারন করার সুবিধা দিবে।

আইটেল ভিশন ২ প্লাস স্মার্টফোনটিতে ২ জিবি র‌্যাম এবং অক্টা-কোর ১.৬ গিগাহার্জ প্রসেসর থাকায় এতে সহজেই একাধিক অ্যাপ চালানো যাবে। ফোনটির ৩২ জিবি রম আপনার পছন্দের সব অ্যাপ্লিকেশন, ভিডিও, ছবি এবং গান জমা রাখার পর্যাপ্ত স্টোরেজ সুবিধা দিবে। প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশনসহ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) এ চলে। সংবাদ বিজ্ঞপ্তি।