বাজারদর থেকে কমে বিক্রি হচ্ছে টিসিবি পণ্য

করোনাকালে সাধারণ মানুষের জন্য তুলনামূলক কমদামে পণ্য বিক্রি শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। গতকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১৭ জুন পর্যন্ত। টিসিবির পরিবেশকদের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাক থেকেও পণ্য কেনা যাবে।

সারাদেশে ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে। এরমধ্যে ঢাকা শহরে ৮০টি, চট্টগ্রাম শহরে ২০টি ট্রাকসেল রয়েছে। টিসিবি প্রতি কেজি চিনি ও ডাল বিক্রি করছে ৫৫ টাকা দরে। এছাড়া সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকায় বিক্রি করছে সংস্থাটি।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবি কোভিড-১৯ চলাকালীন ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে বিক্রি শুরু করেছে। তাতে মানুষ বাজারদরের থেকে অনেক কমে দামে এসব কিনতে পারবে।

সোমবার, ০৭ জুন ২০২১ , ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৫ শাওয়াল ১৪৪২

বাজারদর থেকে কমে বিক্রি হচ্ছে টিসিবি পণ্য

অর্থনৈতিক বার্তা পরিবেশক

করোনাকালে সাধারণ মানুষের জন্য তুলনামূলক কমদামে পণ্য বিক্রি শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। গতকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১৭ জুন পর্যন্ত। টিসিবির পরিবেশকদের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাক থেকেও পণ্য কেনা যাবে।

সারাদেশে ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে। এরমধ্যে ঢাকা শহরে ৮০টি, চট্টগ্রাম শহরে ২০টি ট্রাকসেল রয়েছে। টিসিবি প্রতি কেজি চিনি ও ডাল বিক্রি করছে ৫৫ টাকা দরে। এছাড়া সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকায় বিক্রি করছে সংস্থাটি।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবি কোভিড-১৯ চলাকালীন ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে বিক্রি শুরু করেছে। তাতে মানুষ বাজারদরের থেকে অনেক কমে দামে এসব কিনতে পারবে।