সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত ১২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া নয়াবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে। জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের হেসাব উদ্দিনের পুত্র নজরুল ইসলামের সঙ্গে একই গ্রামের আবুল করিম এর ছেলে শহিদুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর এক পর্যায়ে ৩ জুন সকালে শহিদুল ইসলামের লোকজন নিয়ে নজরুল ইসলামের বসত বাড়িতে হামলা করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম, খোতেজা, মেহেরাজ, খাইরুল, মিলন, নুর আলম, শহিদুল ইসলাম, নেজাম উদ্দিন, আব্দুল করিম, সম্পা বেগম, আবু বক্কর সিদ্দিক, মাহমুদা বেগম, নজুবুদ্দিন আহত হয়। আহতরা গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। 

এরমধ্যে খোতেজার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষ থানায় অভিযোগ করেছে।

সোমবার, ০৭ জুন ২০২১ , ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৫ শাওয়াল ১৪৪২

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত ১২

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

image

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : উপজেলার নয়াবাড়ি গ্রামে জমি নিয়ে বিবাদে মুখোমুখি দুইপক্ষ -সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া নয়াবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে। জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের হেসাব উদ্দিনের পুত্র নজরুল ইসলামের সঙ্গে একই গ্রামের আবুল করিম এর ছেলে শহিদুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর এক পর্যায়ে ৩ জুন সকালে শহিদুল ইসলামের লোকজন নিয়ে নজরুল ইসলামের বসত বাড়িতে হামলা করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম, খোতেজা, মেহেরাজ, খাইরুল, মিলন, নুর আলম, শহিদুল ইসলাম, নেজাম উদ্দিন, আব্দুল করিম, সম্পা বেগম, আবু বক্কর সিদ্দিক, মাহমুদা বেগম, নজুবুদ্দিন আহত হয়। আহতরা গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। 

এরমধ্যে খোতেজার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষ থানায় অভিযোগ করেছে।