প্রচারে আসছে লাভলুর ‘দ্য ডিরেক্টর’

অভিনয়ের পাশাপাশি নিয়মিত পরিচালনাও করছেন সালাহউদ্দিন লাভলু। ৮ জুন প্রচারে আসছে তার ‘দ্য ডিরেক্টর’- শিরোনামের ধারাবাহিকটি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। এছাড়া এই ধারাবাহিকে আরও আছেন সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, আহসান হাবিব, মিষ্টি জাহান, জুনায়েদসহ অনেকে। চ্যানেল আইতে প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে এটি। ধারাবাহিকটি রচনায় কাজী শাহিদুর ইসলাম। তরুণ-তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলা কথার গল্প, মনে মনে রক্তাক্ত হওয়ার গল্প, কল্পনা আর পাগলের মতো ভালোবাসার গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘দ্য ডিরেক্টর’। লাভলু বলেন, আজকাল অনেকে বলেন ধারাবাহিক নাটকে গল্প নেই। আমি বিশ্বাস করি যারা এমনটা বলেন, ‘তারা এটি দেখলে সে কথা আর বলবেন না। নাটকটির নাম ভূমিকায় দর্শক আমাকে দেখবেন। চেষ্টা করেছি দর্শকের জন্য নতুন কিছু নিয়ে আসতে। আমি সব সময় আমার ধারাবাহিকে বৈচিত্র্যতা রাখি।’ এটিও তার ব্যতিক্রম নয়। টিভি নাটকের বাইরে এই অভিনেতা ও নির্মাতা চলচ্চিত্র নির্মাণেরও প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। গেল বছরেই নতুন ছবির ঘোষণা দেবার কথা ছিল তার। কিন্তু করোনা ও লকডাউনের কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি।

সোমবার, ০৭ জুন ২০২১ , ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৫ শাওয়াল ১৪৪২

প্রচারে আসছে লাভলুর ‘দ্য ডিরেক্টর’

image

অভিনয়ের পাশাপাশি নিয়মিত পরিচালনাও করছেন সালাহউদ্দিন লাভলু। ৮ জুন প্রচারে আসছে তার ‘দ্য ডিরেক্টর’- শিরোনামের ধারাবাহিকটি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। এছাড়া এই ধারাবাহিকে আরও আছেন সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, আহসান হাবিব, মিষ্টি জাহান, জুনায়েদসহ অনেকে। চ্যানেল আইতে প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে এটি। ধারাবাহিকটি রচনায় কাজী শাহিদুর ইসলাম। তরুণ-তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলা কথার গল্প, মনে মনে রক্তাক্ত হওয়ার গল্প, কল্পনা আর পাগলের মতো ভালোবাসার গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘দ্য ডিরেক্টর’। লাভলু বলেন, আজকাল অনেকে বলেন ধারাবাহিক নাটকে গল্প নেই। আমি বিশ্বাস করি যারা এমনটা বলেন, ‘তারা এটি দেখলে সে কথা আর বলবেন না। নাটকটির নাম ভূমিকায় দর্শক আমাকে দেখবেন। চেষ্টা করেছি দর্শকের জন্য নতুন কিছু নিয়ে আসতে। আমি সব সময় আমার ধারাবাহিকে বৈচিত্র্যতা রাখি।’ এটিও তার ব্যতিক্রম নয়। টিভি নাটকের বাইরে এই অভিনেতা ও নির্মাতা চলচ্চিত্র নির্মাণেরও প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। গেল বছরেই নতুন ছবির ঘোষণা দেবার কথা ছিল তার। কিন্তু করোনা ও লকডাউনের কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি।