আসছে জেনি অভিনীত ধারাবাহিক ‘এখানে কেউ থাকে না’

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘এখানে কেউ থাকে না’। এই ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে ফিরেন সেলিব্রেটি অভিনেত্রী জেনি। নির্মাতা জানালেন শিগগিরই ধারাবাহিকটির প্রচার শুরু হবে বাংলাদেশ টেলিভিশনে। এ নাটক নিয়ে অনিমেষ আইচ জানালেন, এখানে কেউ থাকে না মূলত অতি লৌকিক গল্পের নাটক। এক কথায় বিশ^াস অবিশ^াসের গল্প। ভূত বিষয়টাই তো এমন। যে বিশ^াস করে তার কাছে ভূত আছে, আর যে বিশ^াস করেনা তার কাছে ভূত নেই। এই নিয়েই মূলত এখানে কেউ থাকেনা নাটকের গল্প এগিয়ে যাবে।’ ‘এখানে কেউ থাকে না’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, অরুনা বিশ^াস, ফারুক আহমেদ, রোজী সেলিম, বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনার, জিতু আহসান, শাহেদ আলী, রওনক হাসান, ভাবনা, নীলাঞ্জনা নীলা’। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, ‘কাজ না করতে করতে দু’বছর চলে গেল। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ জেনি অভিনীত দর্শকের কাছে ভালো লাগার নাটকের মধ্যে রয়েছে রমিজের আয়না, একটা ফোন করা যাবে প্লিজ, চিনিগুঁড়া প্রেম, উড়োজাহাজ, গল্পটা চাইলেই বদলে দেয়া যেত, জোকারসহ আরও বেশকিছু নাটক।

সোমবার, ০৭ জুন ২০২১ , ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৫ শাওয়াল ১৪৪২

আসছে জেনি অভিনীত ধারাবাহিক ‘এখানে কেউ থাকে না’

image

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘এখানে কেউ থাকে না’। এই ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে ফিরেন সেলিব্রেটি অভিনেত্রী জেনি। নির্মাতা জানালেন শিগগিরই ধারাবাহিকটির প্রচার শুরু হবে বাংলাদেশ টেলিভিশনে। এ নাটক নিয়ে অনিমেষ আইচ জানালেন, এখানে কেউ থাকে না মূলত অতি লৌকিক গল্পের নাটক। এক কথায় বিশ^াস অবিশ^াসের গল্প। ভূত বিষয়টাই তো এমন। যে বিশ^াস করে তার কাছে ভূত আছে, আর যে বিশ^াস করেনা তার কাছে ভূত নেই। এই নিয়েই মূলত এখানে কেউ থাকেনা নাটকের গল্প এগিয়ে যাবে।’ ‘এখানে কেউ থাকে না’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, অরুনা বিশ^াস, ফারুক আহমেদ, রোজী সেলিম, বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনার, জিতু আহসান, শাহেদ আলী, রওনক হাসান, ভাবনা, নীলাঞ্জনা নীলা’। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, ‘কাজ না করতে করতে দু’বছর চলে গেল। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ জেনি অভিনীত দর্শকের কাছে ভালো লাগার নাটকের মধ্যে রয়েছে রমিজের আয়না, একটা ফোন করা যাবে প্লিজ, চিনিগুঁড়া প্রেম, উড়োজাহাজ, গল্পটা চাইলেই বদলে দেয়া যেত, জোকারসহ আরও বেশকিছু নাটক।