টিকা নিয়ে নয়ছয়, জনজীবন হুমকির মুখে সংসদে রুমিন ফারহানা

করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা করে মন্ত্রণালয়ের দক্ষতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির (মহিলা আসন-৫০) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। টিকা নিয়ে নয়ছয় করার কারণে রাষ্ট্রের নাগরিকদের জীবন হুমকির মুখে পড়েছে বলেও সংসদে অভিযোগ করেন তিনি। গতকাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব অভিযোগ তোলেন।

বিএনপির হুইপ রুমিন ফারহানা বলেন, ‘মহামারীর শুরু থেকেই টিকা ব্যবস্থা নিয়ে নয়ছয় দেখা গেছে। সেরাম ইনস্টিটিউটের ছয় মাসে তিন কোটি ডোজ দেয়ার কথা ছিল। মূল্য পরিশোধ করার পরেও টিকা আসে মাত্র ৭০ লাখ পিস। আর এরমধ্যেই একটি কোম্পানি লাভ করে নিয়েছে ৩৮ কোটি টাকা। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় চাপের কারণেই সরকার বিকল্প পথে যেতে পারেনি। এটা কে বলেছেন? বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি যখন এ কথা বলেন সেটা নিয়ে আর সন্দেহের কোন অবকাশ থাকে না।’

রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রী বারবার নির্দেশনা দেয়ার পরও দেশের ৪২টি জেলায় এখনও সরকারি পর্যায়ে কোন আইসিইউ নেই কেন? চিকিৎসাসেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে। ব্যক্তি খাতের ব্যয় কমার বদলে ৬৭ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২ ভাগ। এর ফলে স্বাস্থ্যব্যয় মেটাতে গিয়ে প্রতিবছর প্রায় ৬৬ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের বরাদ্দ বাড়লেও বিগত ১০ বছরের মধ্যে স্বাস্থ্য খাতের এডিপি বাস্তবায়ন এ বছরই সবচেয়ে কম। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে বাজেটের মাত্র ২৫ শতাংশ ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। অথচ করোনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

রুমিন ফারহানা বলেন, করোনার শুরুতেই মাস্ক, পিপিই, সুরক্ষা সরঞ্জাম, টেস্টের জালিয়াতি, কেনাকাটায় লুটপাটের খবর আমাদের সামনে নিয়মিত এসেছে। সম্প্রতি ভয়ঙ্কর দুর্নীতির খবর এসেছে স্বাস্থ্য খাতে জনবল নিয়োগ নিয়েও। অকল্পনীয় দামে বালিশ, পর্দা, কাঁটাচামচ কিনতে দেখা গেছে। এখন দেখা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ২৫০ টাকার বিশেষ সুই ২৫০০ হাজার টাকায় কেনা হচ্ছে।

রোজিনার মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতের ভয়ঙ্কর দুর্নীতির খবর এসেছে। হেলথ টেকনিশিয়ান নিয়োগে মাথাপিছু ১৫ থেকে ২০ লাখ টাকা নেয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তিনি যখন একাধিক রিপোর্ট নিয়ে স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন তখন তাকে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে।

সোমবার, ০৭ জুন ২০২১ , ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৫ শাওয়াল ১৪৪২

টিকা নিয়ে নয়ছয়, জনজীবন হুমকির মুখে সংসদে রুমিন ফারহানা

নিজস্ব বার্তা পরিবেশক

করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা করে মন্ত্রণালয়ের দক্ষতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির (মহিলা আসন-৫০) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। টিকা নিয়ে নয়ছয় করার কারণে রাষ্ট্রের নাগরিকদের জীবন হুমকির মুখে পড়েছে বলেও সংসদে অভিযোগ করেন তিনি। গতকাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব অভিযোগ তোলেন।

বিএনপির হুইপ রুমিন ফারহানা বলেন, ‘মহামারীর শুরু থেকেই টিকা ব্যবস্থা নিয়ে নয়ছয় দেখা গেছে। সেরাম ইনস্টিটিউটের ছয় মাসে তিন কোটি ডোজ দেয়ার কথা ছিল। মূল্য পরিশোধ করার পরেও টিকা আসে মাত্র ৭০ লাখ পিস। আর এরমধ্যেই একটি কোম্পানি লাভ করে নিয়েছে ৩৮ কোটি টাকা। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় চাপের কারণেই সরকার বিকল্প পথে যেতে পারেনি। এটা কে বলেছেন? বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি যখন এ কথা বলেন সেটা নিয়ে আর সন্দেহের কোন অবকাশ থাকে না।’

রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রী বারবার নির্দেশনা দেয়ার পরও দেশের ৪২টি জেলায় এখনও সরকারি পর্যায়ে কোন আইসিইউ নেই কেন? চিকিৎসাসেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে। ব্যক্তি খাতের ব্যয় কমার বদলে ৬৭ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২ ভাগ। এর ফলে স্বাস্থ্যব্যয় মেটাতে গিয়ে প্রতিবছর প্রায় ৬৬ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের বরাদ্দ বাড়লেও বিগত ১০ বছরের মধ্যে স্বাস্থ্য খাতের এডিপি বাস্তবায়ন এ বছরই সবচেয়ে কম। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে বাজেটের মাত্র ২৫ শতাংশ ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। অথচ করোনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

রুমিন ফারহানা বলেন, করোনার শুরুতেই মাস্ক, পিপিই, সুরক্ষা সরঞ্জাম, টেস্টের জালিয়াতি, কেনাকাটায় লুটপাটের খবর আমাদের সামনে নিয়মিত এসেছে। সম্প্রতি ভয়ঙ্কর দুর্নীতির খবর এসেছে স্বাস্থ্য খাতে জনবল নিয়োগ নিয়েও। অকল্পনীয় দামে বালিশ, পর্দা, কাঁটাচামচ কিনতে দেখা গেছে। এখন দেখা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ২৫০ টাকার বিশেষ সুই ২৫০০ হাজার টাকায় কেনা হচ্ছে।

রোজিনার মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতের ভয়ঙ্কর দুর্নীতির খবর এসেছে। হেলথ টেকনিশিয়ান নিয়োগে মাথাপিছু ১৫ থেকে ২০ লাখ টাকা নেয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তিনি যখন একাধিক রিপোর্ট নিয়ে স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন তখন তাকে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে।