বিদ্যুৎ বিভাগের ভুলে শ্রমিকের মৃত্যু : প্রকৌশলী বরখাস্ত

বরিশালে বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলদের অসাবধানতানতায় বিদ্যুতের তারের কাজ করার সময়ে বিদ্যুৎ সরবরাহ করায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় উপ সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। বরিশালের বিক্রয় বিতরন ও বিপণন প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিদ্যুৎ সরবরাহ লাইন সংস্কার কাজে ঠিকাদারের নিযুক্ত শ্রমিক মৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওজোপডিকো- ১ এর উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামকে গত রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে ওজোপাডিকোর কেন্দ্রীয় দপ্তরের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে প্রধান এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোমিনুল হক ও নির্বাহী প্রকৌশলী দেবাশীষ পালকে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সরবরাহ লাইন সংস্কার করার জন্য শনিবার সকাল থেকে বরিশাল নগরীর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। সংস্কার শেষে বিকেলে পর্যায়ক্রমে এক একটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ দেয়া শুরু হয়।রূপাতলী পাওয়ার হাউজে ঠিকাদারের নিযুক্ত শ্রমিক ফয়সাল হাওলাদার (২৮) বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসার আগেই সরবরাহ লাইন চালু করা হয়।

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ , ২৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৬ শাওয়াল ১৪৪২

বিদ্যুৎ বিভাগের ভুলে শ্রমিকের মৃত্যু : প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলদের অসাবধানতানতায় বিদ্যুতের তারের কাজ করার সময়ে বিদ্যুৎ সরবরাহ করায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় উপ সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। বরিশালের বিক্রয় বিতরন ও বিপণন প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিদ্যুৎ সরবরাহ লাইন সংস্কার কাজে ঠিকাদারের নিযুক্ত শ্রমিক মৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওজোপডিকো- ১ এর উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামকে গত রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে ওজোপাডিকোর কেন্দ্রীয় দপ্তরের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে প্রধান এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোমিনুল হক ও নির্বাহী প্রকৌশলী দেবাশীষ পালকে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সরবরাহ লাইন সংস্কার করার জন্য শনিবার সকাল থেকে বরিশাল নগরীর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। সংস্কার শেষে বিকেলে পর্যায়ক্রমে এক একটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ দেয়া শুরু হয়।রূপাতলী পাওয়ার হাউজে ঠিকাদারের নিযুক্ত শ্রমিক ফয়সাল হাওলাদার (২৮) বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসার আগেই সরবরাহ লাইন চালু করা হয়।