অভিনয়ে রুহানী লাবণ্য

দেশের নানান টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পেয়েছেন লাবণ্য। এখন তিনি অভিনয়েও যুক্ত হয়েছেন। মুরাদ পারভেজের পরিচালনায় এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে জোহরা চরিত্রে অভিনয় করছেন লাবণ্য। এরইমধ্যে লাবণ্য অভিনীত পর্বগুলোর প্রচার শুরু হয়েছে।

লাবণ্য বলেন, ‘এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তবে সেখানে আমার উপস্থিতি ছিল খুব কম। যে কারণে সেসব নাটকে অভিনয়ের পর রেনসপন্সটা সেরকমভাবে পাইনি। কিন্তু মুরাদ পারভেজ ভাইয়ের স্মৃতির আল্পনা আঁকি নাটকটিতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। যে কারণে নাটকটি প্রচার হওয়ার পর থেকে বেশ সাড়া পাচ্ছি আমি। একজন উপস্থাপিকা হিসেবে নিজের কাজের জন্য নানাভাবে নানা মাধ্যমে আমি সাড়া পেয়েছি। কিন্তু অভিনয়ের জন্য এত সাড়া পাব, সেটা আসলে কখনও ভাবনায় ছিল না।’ বুয়েট থেকে আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা শেষ করা রুহানী লাবণ্য বর্তমানে উপস্থাপনাতেও নিয়মিত।

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ , ২৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৬ শাওয়াল ১৪৪২

অভিনয়ে রুহানী লাবণ্য

বিনোদন প্রতিবেদক |

image

দেশের নানান টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পেয়েছেন লাবণ্য। এখন তিনি অভিনয়েও যুক্ত হয়েছেন। মুরাদ পারভেজের পরিচালনায় এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে জোহরা চরিত্রে অভিনয় করছেন লাবণ্য। এরইমধ্যে লাবণ্য অভিনীত পর্বগুলোর প্রচার শুরু হয়েছে।

লাবণ্য বলেন, ‘এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তবে সেখানে আমার উপস্থিতি ছিল খুব কম। যে কারণে সেসব নাটকে অভিনয়ের পর রেনসপন্সটা সেরকমভাবে পাইনি। কিন্তু মুরাদ পারভেজ ভাইয়ের স্মৃতির আল্পনা আঁকি নাটকটিতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। যে কারণে নাটকটি প্রচার হওয়ার পর থেকে বেশ সাড়া পাচ্ছি আমি। একজন উপস্থাপিকা হিসেবে নিজের কাজের জন্য নানাভাবে নানা মাধ্যমে আমি সাড়া পেয়েছি। কিন্তু অভিনয়ের জন্য এত সাড়া পাব, সেটা আসলে কখনও ভাবনায় ছিল না।’ বুয়েট থেকে আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা শেষ করা রুহানী লাবণ্য বর্তমানে উপস্থাপনাতেও নিয়মিত।