দ্বৈত গানে প্রথম কর্নিয়া-শেখ সাদী

আগামী ১০ জুন জাকিয়া সুলতানা কর্ণিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’তে প্রকাশ পাবে কর্ণিয়া ও শেখ সাদীর প্রথম দ্বৈত গান ‘ইচ্ছে হলে’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সংগীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। গানটি প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘অনেকদিন ধরেই ভাবছিলাম একটি সফট রোমান্টিক ঘরানার দ্বৈত গান করবো। এই গানটি প্রথম শুনেই আমার খুব ভালোলেগে যায়। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি শ্রুতিমধুর গান হয়েছে। গানটির মিউজিক ভিডিও দারুণ হয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ শেখ সাদী বলেন, ‘ইচ্ছে হলে আমার জীবনের প্রথম দ্বৈত গান। কর্ণিয়া আপুর সঙ্গে যেমন আমার প্রথম গান ঠিক তেমনি জীবন ভাইয়ের লেখা গান গাওয়াও প্রথম। আমি গানটি গাইতে গিয়ে এবং মিউজিক ভিডিও করার সময়টুকু খুব এনজয় করেছি। রোমান্টিক ঘরানার এই গানটি আশা করছি সবারই ভালো লাগবে।’ শেখ সাদী জানান তার নিজের লেখা নতুন আরেকটি গান শিগগিরই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে। এদিকে কর্ণিয়া করোনার এই ক্রান্তিকালে ঘরে বসে সময় কাটালেও সামাজিক যোগাযোগমাধ্যমে এবং নতুন নতুন গান প্রকাশের মধ্যদিয়ে তার ভক্ত শ্রোতাদের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করছেন।

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ , ২৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৬ শাওয়াল ১৪৪২

দ্বৈত গানে প্রথম কর্নিয়া-শেখ সাদী

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ১০ জুন জাকিয়া সুলতানা কর্ণিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’তে প্রকাশ পাবে কর্ণিয়া ও শেখ সাদীর প্রথম দ্বৈত গান ‘ইচ্ছে হলে’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সংগীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। গানটি প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘অনেকদিন ধরেই ভাবছিলাম একটি সফট রোমান্টিক ঘরানার দ্বৈত গান করবো। এই গানটি প্রথম শুনেই আমার খুব ভালোলেগে যায়। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি শ্রুতিমধুর গান হয়েছে। গানটির মিউজিক ভিডিও দারুণ হয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ শেখ সাদী বলেন, ‘ইচ্ছে হলে আমার জীবনের প্রথম দ্বৈত গান। কর্ণিয়া আপুর সঙ্গে যেমন আমার প্রথম গান ঠিক তেমনি জীবন ভাইয়ের লেখা গান গাওয়াও প্রথম। আমি গানটি গাইতে গিয়ে এবং মিউজিক ভিডিও করার সময়টুকু খুব এনজয় করেছি। রোমান্টিক ঘরানার এই গানটি আশা করছি সবারই ভালো লাগবে।’ শেখ সাদী জানান তার নিজের লেখা নতুন আরেকটি গান শিগগিরই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে। এদিকে কর্ণিয়া করোনার এই ক্রান্তিকালে ঘরে বসে সময় কাটালেও সামাজিক যোগাযোগমাধ্যমে এবং নতুন নতুন গান প্রকাশের মধ্যদিয়ে তার ভক্ত শ্রোতাদের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করছেন।