শেয়ারবাজারের সবকিছুই ডিজিটালাইজড করতে চাই : বিএসইসি কমিশনার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, ‘ডিজিটালাইজেশন দূরহ কাজকে সবার কাছে সহজে পৌঁছে দিতে পারে। যে কারণে আমাদের মৌলিক আকাঙ্খা শেয়ারবাজারের ডিজিটালাইজেশন। শেয়ারবাজারের জন্য যেখানে প্রয়োজন, সেখানেই ডিজিটালাইজেশনকে পৌঁছে দিতে চাই।’ গতকাল আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) উদ্ভোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে অংশগ্রহণ করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন পাটোয়ারি ও ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসাইন।

সামসুদ্দিন আহমেদ বলেন, ‘কমিশন শুরু থেকেই ডিজিটালাইজেশনে গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের ইএসএস উদ্ভোধন। এটা নিঃসন্দেহে বড় অর্জন। যা অর্জন করা সহজ ছিল না। এখন দেশের ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এমতাবস্থায় আমরা যদি শেয়ারবাজারকে পুরো ডিজিটালাইজেশন করতে পারি, তাহলে অংশগ্রহণ বাড়বে। এতে করে শেয়ারবাজারের আকার বাড়বে’

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

শেয়ারবাজারের সবকিছুই ডিজিটালাইজড করতে চাই : বিএসইসি কমিশনার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, ‘ডিজিটালাইজেশন দূরহ কাজকে সবার কাছে সহজে পৌঁছে দিতে পারে। যে কারণে আমাদের মৌলিক আকাঙ্খা শেয়ারবাজারের ডিজিটালাইজেশন। শেয়ারবাজারের জন্য যেখানে প্রয়োজন, সেখানেই ডিজিটালাইজেশনকে পৌঁছে দিতে চাই।’ গতকাল আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) উদ্ভোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে অংশগ্রহণ করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন পাটোয়ারি ও ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসাইন।

সামসুদ্দিন আহমেদ বলেন, ‘কমিশন শুরু থেকেই ডিজিটালাইজেশনে গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের ইএসএস উদ্ভোধন। এটা নিঃসন্দেহে বড় অর্জন। যা অর্জন করা সহজ ছিল না। এখন দেশের ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এমতাবস্থায় আমরা যদি শেয়ারবাজারকে পুরো ডিজিটালাইজেশন করতে পারি, তাহলে অংশগ্রহণ বাড়বে। এতে করে শেয়ারবাজারের আকার বাড়বে’