স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা

‘স্বাস্থ্যবিধি মেনে’ এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

৭ জুন বিজ্ঞপ্তি দিয়ে ২০২১ সালের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের কাছে নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের আবেদন চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

নতুন কেন্দ্র স্থাপনের জন্য আবেদনে তিন হাজার টাকা এবং কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদনে এক হাজার টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেয়ার স্লিপ আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এসএম আমিরুল ইসলাম সংবাদকে বলেন, ‘এবার পরীক্ষা নিতেই হবে। করোনা সংক্রমণের জন্য অনন্তকাল অপেক্ষায় থাকা যাবে না।’ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘যাদের এই সক্ষমতা ও সামর্থ অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের পর্যাপ্ত অবকাঠামো, চেয়ার-টেবিল আছে; এবং যারা পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় স্যানিটাইজার, থার্মোমিটার, মাস্ক রাখতে পারবেন যেসব প্রতিষ্ঠানেই কেন্দ্র অনুমোদন দেয়া হবে।’

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার দফা পরিকল্পনা করলেও সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারেনি শিক্ষা প্রশাসন।

এ কারণে গতবছরের এইচএসসি পরীক্ষাও নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। এ বছরের শুরুতে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে এইচএসসির মূল্যায়ন ফল প্রকাশ করা হয়।

গত ২৬ মে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানান, করোনা সংক্রমণ পরিস্থিতি ‘খুব বেশি প্রতিকূল না হলে’ আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার কথা তারা ভাবছেন।

এবার এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে ৮৪ দিন ক্লাস নিয়ে দুই সপ্তাহ পরে পরীক্ষা নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার সম্ভাব্য তারিখ ক্লাস শুরুর পরে জানানো হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় এবং ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, পরীক্ষার কেন্দ্রের জন্য তাদের আবেদন করার প্রয়োজন নেই।

ইতোপূর্বে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ সালের এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র বা কেন্দ্র পরিবর্তনের আবেদন করেছে, তাদের নির্ধারিত ছকে পুনরায় আবেদন করতে হবে। আবেদনে নতুন কোন ভেনু বা কেন্দ্র দেয়া যাবে না।

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা

নিজস্ব বার্তা পরিবেশক

‘স্বাস্থ্যবিধি মেনে’ এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

৭ জুন বিজ্ঞপ্তি দিয়ে ২০২১ সালের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের কাছে নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের আবেদন চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

নতুন কেন্দ্র স্থাপনের জন্য আবেদনে তিন হাজার টাকা এবং কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদনে এক হাজার টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেয়ার স্লিপ আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এসএম আমিরুল ইসলাম সংবাদকে বলেন, ‘এবার পরীক্ষা নিতেই হবে। করোনা সংক্রমণের জন্য অনন্তকাল অপেক্ষায় থাকা যাবে না।’ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘যাদের এই সক্ষমতা ও সামর্থ অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের পর্যাপ্ত অবকাঠামো, চেয়ার-টেবিল আছে; এবং যারা পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় স্যানিটাইজার, থার্মোমিটার, মাস্ক রাখতে পারবেন যেসব প্রতিষ্ঠানেই কেন্দ্র অনুমোদন দেয়া হবে।’

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার দফা পরিকল্পনা করলেও সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারেনি শিক্ষা প্রশাসন।

এ কারণে গতবছরের এইচএসসি পরীক্ষাও নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। এ বছরের শুরুতে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে এইচএসসির মূল্যায়ন ফল প্রকাশ করা হয়।

গত ২৬ মে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানান, করোনা সংক্রমণ পরিস্থিতি ‘খুব বেশি প্রতিকূল না হলে’ আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার কথা তারা ভাবছেন।

এবার এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে ৮৪ দিন ক্লাস নিয়ে দুই সপ্তাহ পরে পরীক্ষা নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার সম্ভাব্য তারিখ ক্লাস শুরুর পরে জানানো হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় এবং ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, পরীক্ষার কেন্দ্রের জন্য তাদের আবেদন করার প্রয়োজন নেই।

ইতোপূর্বে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ সালের এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র বা কেন্দ্র পরিবর্তনের আবেদন করেছে, তাদের নির্ধারিত ছকে পুনরায় আবেদন করতে হবে। আবেদনে নতুন কোন ভেনু বা কেন্দ্র দেয়া যাবে না।