মেগা প্রজেক্ট হয়, মৌলিক অধিকার নিশ্চিত হয় না মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু বস্তিবাসী, অতিদরিদ্র মানুষের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে না। মহাখালীতে পুড়ে যাওয়া ‘সাততলা’ বস্তি পরিদর্শন করতে গিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়াসহ বস্তিবাসীদের জন্য স্থায়ী আবাসন নির্মাণ করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকি, যুবদল ঢাকা মহানগর উত্তর সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর যুব দল উত্তর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, আতিকুল হক মতিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতারা।

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের অগ্রাধিকারভিত্তিতে তাদের (বস্তিবাসীদের) আবাসনের ব্যবস্থা করা উচিত। এটা কোন কঠিন কাজ নয়। সরকার তাদের জন্য খাস জমি বরাদ্দ দিতে পারে।’ তিনি বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কি কারণে আগুন লাগল? তা জানতে হবে। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের সঙ্গে আপনাদের এই এলাকার মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল আছেন। যদিও সরকারের নির্বাচন কমিশন তাকে হারিয়ে দিয়েছে। তারপরও জনগণের নির্বাচিত মেয়র তাবিথ। আমি আশা করি, আগামী কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা আসবে।

আরও খবর
১৪০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি সাইলো নির্মাণ করা হবে
জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ
দুর্নীতি নয়, দুর্নীতির তথ্য প্রকাশে বেশি নিয়ন্ত্রণ সরকারের
দেশে করোনার টিকা নিয়েছেন ১ কোটি ৪৮ লাখ ৭৫৬ জন
সরকারি স্থাপনায় মশার লার্ভা পেলে ৪ গুণ জরিমানা মেয়র তাপস
সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
আমদানি-রপ্তানি শুরুর ব্যবস্থা নিতে দাবি দু’দেশের ব্যবসায়ীদের
বিএনপি হয়তো বজ্রপাতে মৃত্যুর দায়ও সরকারকে দেবে কাদের
শাজাহান খান ও শাহাবুদ্দিন মোল্লা, পরস্পরের পদত্যাগ দাবি
টেকনাফে পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্প নির্মাণ
১৭৬ কোটি টাকা জালিয়াতি ১৭ জনের বিরুদ্ধে মামলা

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

মেগা প্রজেক্ট হয়, মৌলিক অধিকার নিশ্চিত হয় না মির্জা ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু বস্তিবাসী, অতিদরিদ্র মানুষের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে না। মহাখালীতে পুড়ে যাওয়া ‘সাততলা’ বস্তি পরিদর্শন করতে গিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়াসহ বস্তিবাসীদের জন্য স্থায়ী আবাসন নির্মাণ করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকি, যুবদল ঢাকা মহানগর উত্তর সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর যুব দল উত্তর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, আতিকুল হক মতিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতারা।

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের অগ্রাধিকারভিত্তিতে তাদের (বস্তিবাসীদের) আবাসনের ব্যবস্থা করা উচিত। এটা কোন কঠিন কাজ নয়। সরকার তাদের জন্য খাস জমি বরাদ্দ দিতে পারে।’ তিনি বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কি কারণে আগুন লাগল? তা জানতে হবে। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের সঙ্গে আপনাদের এই এলাকার মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল আছেন। যদিও সরকারের নির্বাচন কমিশন তাকে হারিয়ে দিয়েছে। তারপরও জনগণের নির্বাচিত মেয়র তাবিথ। আমি আশা করি, আগামী কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা আসবে।