ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিতে হবে

ভূমিকম্প এক ধরনের পূর্বাভাসহীন প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ মূলত ইন্ডিয়ান, ইউরেশিয়ান, বার্মিজ-এ তিন গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে বাংলাদেশ অতিমাত্রায় ভূমিকম্পন ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পন বলয়ে অবস্থিত। ফলে যেকোন সময় বড় ধরনের ভূমিকম্পের কবলে পড়তে পারে। এমনকি, রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি ভূমিকম্প হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলো ধসে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

গত ২৯ মে দফায় দফায় সাত থেকে আটবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট শহর। এতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। তবে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রস্তুতি থাকা প্রয়োজন। এজন্য মানুষকে সচেতন করতে হবে। বড় ভূমিকম্প হলে সাধারণ মানুষ কি করবে, সে জন্য মহড়া আয়োজনের ব্যবস্থা করতে হবে। ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে বিল্ডিং কোড মেনে সঠিক গ্রাউন্ড মেশিন দিয়ে বিল্ডিং ডিজাইন করতে হবে।

পাশাপাশি জাপান ও চীনের মতো উন্নত দেশগুলোর অভিজ্ঞতার আলোকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় রোধ করা সম্ভব নয়। তবে আগাম প্রস্তুতি ও মানুষকে সচেতন করতে পারলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমানো সম্ভব।

আশরাফুল ইসলাম

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিতে হবে

ভূমিকম্প এক ধরনের পূর্বাভাসহীন প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ মূলত ইন্ডিয়ান, ইউরেশিয়ান, বার্মিজ-এ তিন গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে বাংলাদেশ অতিমাত্রায় ভূমিকম্পন ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পন বলয়ে অবস্থিত। ফলে যেকোন সময় বড় ধরনের ভূমিকম্পের কবলে পড়তে পারে। এমনকি, রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি ভূমিকম্প হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলো ধসে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

গত ২৯ মে দফায় দফায় সাত থেকে আটবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট শহর। এতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। তবে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রস্তুতি থাকা প্রয়োজন। এজন্য মানুষকে সচেতন করতে হবে। বড় ভূমিকম্প হলে সাধারণ মানুষ কি করবে, সে জন্য মহড়া আয়োজনের ব্যবস্থা করতে হবে। ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে বিল্ডিং কোড মেনে সঠিক গ্রাউন্ড মেশিন দিয়ে বিল্ডিং ডিজাইন করতে হবে।

পাশাপাশি জাপান ও চীনের মতো উন্নত দেশগুলোর অভিজ্ঞতার আলোকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় রোধ করা সম্ভব নয়। তবে আগাম প্রস্তুতি ও মানুষকে সচেতন করতে পারলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমানো সম্ভব।

আশরাফুল ইসলাম