ভারতে বাস দূর্ঘটনায় নিহত ১৭

প্রত্যেক পরিবার পাবে ২ লাখ রুপি

ভারতে একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে ওই দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস

কানপুর রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, দিল্লি থেকে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষেèৗ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় যাত্রীবাহী মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে লালা লাজপত রাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়; সেখান থেকে পরে কয়েকজনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বাস দুর্ঘটনা শোক ও দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়া হবে।

নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ , ২৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৮ শাওয়াল ১৪৪২

ভারতে বাস দূর্ঘটনায় নিহত ১৭

প্রত্যেক পরিবার পাবে ২ লাখ রুপি

image

উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে বিধ্বস্ত বাস -এনডিটিভি

ভারতে একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে ওই দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস

কানপুর রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, দিল্লি থেকে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষেèৗ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় যাত্রীবাহী মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে লালা লাজপত রাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়; সেখান থেকে পরে কয়েকজনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বাস দুর্ঘটনা শোক ও দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়া হবে।

নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।