তিন বছর পর সিনেমায় সাহানা সুমি

২০০৬ সালের জুন মাসে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘নাচোলের রানী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন সাহানা সুমি। অবশ্য তার আগে তিনি টিভি নাটকে নিজের অভিষেক ঘটান নূরুল আলম আতিকের পরিচালনায় ‘সাইকেলের ডানা’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। অপর দিকে ১৯৯৯ সাল থেকে তিনি নাট্যদল ‘প্রাচ্যনাট’র হয়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। আজাদ আবুল কালামের নির্দেশনায় ‘কইন্যা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেও আলোচনায় আসেন তিনি। একই দলের হয়ে সাহানা সুমি ‘সার্কাস সার্কাস’, ‘ম্যান ফর অর সিজন’, ‘ট্র্যাজেডি পলাশ বাড়ি’ নাটকে অভিনয় করেও দর্শক নন্দিত হয়েছেন সাহানা সুমি। এই দলে অভিনয়ের পাশাপাশি সাহান সুমি ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’-এ শিক্ষকতাও করছেন। ‘নাচোলের রানী’ সিনেমার পর সাহানা সুমি দীর্ঘ বিরতি দিয়ে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ এবং বদরুল আনাম সৌদ’র ‘গীহন বালুচর’ সিনেমায় অভিনয় করেন। তারপর আরও কয়েক বছর বিরতির পর সাহানা সুমি সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ‘পায়ের ছাপ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় মামী চরিত্রে অভিনয় করেছেন। গেলো মার্চ মাসে মুক্তিযুদ্ধের নাটক ‘তুমিই আমার দেশ’-এ সুমি অভিনয় করেন। এটি বিটিভিতে প্রচার হয়েছিল। সাহানা সুমিকে খুব কমই ধারাবাহিক নাটকে দেখা যায়। তবে গল্প এবং চরিত্র ভালো লাগায় তিনি শামীম জামানের নির্দেশনায় ‘প্রিয়জন’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও তিনি আশাবাদী রবিউল আলম রবি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হ্যালো লেডিস’ নিয়ে। চট্টগ্রামে জন্ম নেয়া নীলফামারির মেয়ে সাহানা সুমি’র বাবা ওস্তাদ ওয়ালিউর রহমান, মা সমেলা রহমান। সাহানা সুমি বলেন, ‘অভিনয়ের প্রতি সত্যিই অন্যরকম ভালোবাসা আছে আমার। দর্শকের ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি প্রতিনিয়ত। এই ভালোবাসার টানেই বারবার ভালো ভালো কাজ করার ইচ্ছে আমার। ‘পায়ের ছাপ’ নামের নতুন একটি সিনেমায় কাজ করেছি। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’

শুক্রবার, ১১ জুন ২০২১ , ২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৯ শাওয়াল ১৪৪২

তিন বছর পর সিনেমায় সাহানা সুমি

image

২০০৬ সালের জুন মাসে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘নাচোলের রানী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন সাহানা সুমি। অবশ্য তার আগে তিনি টিভি নাটকে নিজের অভিষেক ঘটান নূরুল আলম আতিকের পরিচালনায় ‘সাইকেলের ডানা’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। অপর দিকে ১৯৯৯ সাল থেকে তিনি নাট্যদল ‘প্রাচ্যনাট’র হয়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। আজাদ আবুল কালামের নির্দেশনায় ‘কইন্যা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেও আলোচনায় আসেন তিনি। একই দলের হয়ে সাহানা সুমি ‘সার্কাস সার্কাস’, ‘ম্যান ফর অর সিজন’, ‘ট্র্যাজেডি পলাশ বাড়ি’ নাটকে অভিনয় করেও দর্শক নন্দিত হয়েছেন সাহানা সুমি। এই দলে অভিনয়ের পাশাপাশি সাহান সুমি ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’-এ শিক্ষকতাও করছেন। ‘নাচোলের রানী’ সিনেমার পর সাহানা সুমি দীর্ঘ বিরতি দিয়ে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ এবং বদরুল আনাম সৌদ’র ‘গীহন বালুচর’ সিনেমায় অভিনয় করেন। তারপর আরও কয়েক বছর বিরতির পর সাহানা সুমি সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ‘পায়ের ছাপ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় মামী চরিত্রে অভিনয় করেছেন। গেলো মার্চ মাসে মুক্তিযুদ্ধের নাটক ‘তুমিই আমার দেশ’-এ সুমি অভিনয় করেন। এটি বিটিভিতে প্রচার হয়েছিল। সাহানা সুমিকে খুব কমই ধারাবাহিক নাটকে দেখা যায়। তবে গল্প এবং চরিত্র ভালো লাগায় তিনি শামীম জামানের নির্দেশনায় ‘প্রিয়জন’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও তিনি আশাবাদী রবিউল আলম রবি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হ্যালো লেডিস’ নিয়ে। চট্টগ্রামে জন্ম নেয়া নীলফামারির মেয়ে সাহানা সুমি’র বাবা ওস্তাদ ওয়ালিউর রহমান, মা সমেলা রহমান। সাহানা সুমি বলেন, ‘অভিনয়ের প্রতি সত্যিই অন্যরকম ভালোবাসা আছে আমার। দর্শকের ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি প্রতিনিয়ত। এই ভালোবাসার টানেই বারবার ভালো ভালো কাজ করার ইচ্ছে আমার। ‘পায়ের ছাপ’ নামের নতুন একটি সিনেমায় কাজ করেছি। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’