ইগলু আইসক্রিম ফ্যাক্টরিতে জরিমানা

অনিবন্ধিত স্থানে ব্যবসা পরিচালনা করার দায়ে ইগলু আইসক্রিমকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ধানমন্ডি কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ অর্থদণ্ড করা হয়। ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সংশ্লিষ্টরা বলেন, অভিযানে ওই এলাকায় অনিবন্ধিত অবস্থায় ব্যবসা পরিচালনা করার দায়ে ইগলু আইসক্রিম উৎপাদনকারী/বাজারজাতকারী প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, ওই জায়গায় ইগলু আইসক্রিম ডিপো করছে। তবে স্থানটির নিবন্ধন নেই। ট্রেড লাইসেন্স নেই। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে।

এ সময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশ সদস্যরা।

শনিবার, ১২ জুন ২০২১ , ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩০ শাওয়াল ১৪৪২

ইগলু আইসক্রিম ফ্যাক্টরিতে জরিমানা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

অনিবন্ধিত স্থানে ব্যবসা পরিচালনা করার দায়ে ইগলু আইসক্রিমকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ধানমন্ডি কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ অর্থদণ্ড করা হয়। ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সংশ্লিষ্টরা বলেন, অভিযানে ওই এলাকায় অনিবন্ধিত অবস্থায় ব্যবসা পরিচালনা করার দায়ে ইগলু আইসক্রিম উৎপাদনকারী/বাজারজাতকারী প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, ওই জায়গায় ইগলু আইসক্রিম ডিপো করছে। তবে স্থানটির নিবন্ধন নেই। ট্রেড লাইসেন্স নেই। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে।

এ সময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশ সদস্যরা।