বাগেরহাটে ঘর পাবে ১৭ ভূমিহীন পরিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় ভূমিহীনদের জন্য সরকারের দেয়া ২য় ধাপে বাগেরহাটের কচুয়া উপজেলার ১৭টি পরিবারের জন্য জমিসহ পাকাবসতঘর র্নিমান সম্পন্ন করা হয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন। বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বৃহস্পতিবার নির্মানকরা ওই ঘরগুলি পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে গরীব, অসহায়, ভুমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে জমিসহ পাকা ঘর উপহার দিচ্ছেন। দীর্ঘদিন ধরে এসব পরিবার জমি ও ঘর বাড়ির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছিল। এখন তারা নতুন ঘর ও জমি পেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ভূমিহীন দরিদ্র আশ্রয়হীন পরিবারের জন্য ১ লক্ষ নিরাপদ আবাসন প্রকল্প নির্মানের পরিকল্পনা নিয়েছেন। এরই ধারা বাহিকতায় ২য় ধাপে বাগেরহাটের কচুয়া উপজেলার ২টি ইউনিয়নে ১৭ টি পাকা ঘর নির্মণের কাজ শেষ হয়েছে। উপজেলার বাধাল ইউনিয়নে রঘুদত্তকাঠী গ্রামে ও রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই ১৭টি পাকাঘর নির্মান করা হয়েছে।

শনিবার, ১২ জুন ২০২১ , ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩০ শাওয়াল ১৪৪২

বাগেরহাটে ঘর পাবে ১৭ ভূমিহীন পরিবার

প্রতিনিধি, বাগেরহাট

মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় ভূমিহীনদের জন্য সরকারের দেয়া ২য় ধাপে বাগেরহাটের কচুয়া উপজেলার ১৭টি পরিবারের জন্য জমিসহ পাকাবসতঘর র্নিমান সম্পন্ন করা হয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন। বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বৃহস্পতিবার নির্মানকরা ওই ঘরগুলি পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে গরীব, অসহায়, ভুমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে জমিসহ পাকা ঘর উপহার দিচ্ছেন। দীর্ঘদিন ধরে এসব পরিবার জমি ও ঘর বাড়ির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছিল। এখন তারা নতুন ঘর ও জমি পেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ভূমিহীন দরিদ্র আশ্রয়হীন পরিবারের জন্য ১ লক্ষ নিরাপদ আবাসন প্রকল্প নির্মানের পরিকল্পনা নিয়েছেন। এরই ধারা বাহিকতায় ২য় ধাপে বাগেরহাটের কচুয়া উপজেলার ২টি ইউনিয়নে ১৭ টি পাকা ঘর নির্মণের কাজ শেষ হয়েছে। উপজেলার বাধাল ইউনিয়নে রঘুদত্তকাঠী গ্রামে ও রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই ১৭টি পাকাঘর নির্মান করা হয়েছে।