সাগরে লঘুচাপ, বৃষ্টি আরও বাড়বে

মৌসুমি বায়ুর প্রভাব ও সাগরে লঘুচাপের কারণে সারাদেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। যা আগামী দুই-এক দিনের মধ্যে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানান। এছাড়া বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার কারণে নদী বন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদকে বলেন, গতকাল থেকে সারাদেশে ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এই দুইয়ের প্রভাবে শুক্রবার সকালে থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বৃষ্টির শঙ্কা আছে। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশে বিস্তার লাভ করেছে। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এ সবের প্রভাবে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৭৬ মিলিমিটার। এছাড়া নিকলিতে ৭৩, তাড়াশে ৫১, টাঙ্গাইলে ৪৩, ময়মনসিংহে ৩২, ঢাকায় ৩১, সাতক্ষীরায় ৩০, শ্রীমঙ্গল ও চাঁদপুরে ১২, মাইজদীকোটে ১৫, বগুড়া ও সিলেটে ১৭, যশোর ও রংপুরে ১১, ভোলায় ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্য এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

শনিবার, ১২ জুন ২০২১ , ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩০ শাওয়াল ১৪৪২

সাগরে লঘুচাপ, বৃষ্টি আরও বাড়বে

নিজস্ব বার্তা পরিবেশক

মৌসুমি বায়ুর প্রভাব ও সাগরে লঘুচাপের কারণে সারাদেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। যা আগামী দুই-এক দিনের মধ্যে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানান। এছাড়া বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার কারণে নদী বন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদকে বলেন, গতকাল থেকে সারাদেশে ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এই দুইয়ের প্রভাবে শুক্রবার সকালে থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বৃষ্টির শঙ্কা আছে। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশে বিস্তার লাভ করেছে। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এ সবের প্রভাবে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৭৬ মিলিমিটার। এছাড়া নিকলিতে ৭৩, তাড়াশে ৫১, টাঙ্গাইলে ৪৩, ময়মনসিংহে ৩২, ঢাকায় ৩১, সাতক্ষীরায় ৩০, শ্রীমঙ্গল ও চাঁদপুরে ১২, মাইজদীকোটে ১৫, বগুড়া ও সিলেটে ১৭, যশোর ও রংপুরে ১১, ভোলায় ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্য এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে।