শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় বড় কর্মসূচি না নিলেও আলোচনা, দোয়া, মিলাদ, দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করেছে আওয়ামী লীগ। গতকাল রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। এছাড়া প্রতিটি মসজিদে মসজিদে এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে শেখ হাসিনার যাত্রা শুরু হয়। ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার।

স্বেচ্ছাসেবক লীগ : শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টায় কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল ও করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। কারামুক্তি দিবসের তাৎপর্যের গভীরতা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সেদিন জনগণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করে পরপর দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার ফলেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত।

ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহদেী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ কেন্দ্রীয় নেতা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

ডিএসসিসি ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান পলিন ব্যক্তি উদ্যোগে ডেমরা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এসব মসজিদে পলিনের নির্দেশে বাদ জুম্মা নামাজের সময় দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের নির্দেশে মসজিদ ও মন্দির-গির্জায় দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় করোনা থেকে মুক্তি পেতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক মঙ্গল কামনা করা হয়। পরে প্রতিটি মসজিদ ও মন্দির-গির্জায় মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়া, জেলা-উপজেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ।

শনিবার, ১২ জুন ২০২১ , ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩০ শাওয়াল ১৪৪২

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

নিজস্ব বার্তা পরিবেশক

image

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় বড় কর্মসূচি না নিলেও আলোচনা, দোয়া, মিলাদ, দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করেছে আওয়ামী লীগ। গতকাল রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। এছাড়া প্রতিটি মসজিদে মসজিদে এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে শেখ হাসিনার যাত্রা শুরু হয়। ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার।

স্বেচ্ছাসেবক লীগ : শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টায় কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল ও করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। কারামুক্তি দিবসের তাৎপর্যের গভীরতা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সেদিন জনগণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করে পরপর দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার ফলেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত।

ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহদেী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ কেন্দ্রীয় নেতা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

ডিএসসিসি ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান পলিন ব্যক্তি উদ্যোগে ডেমরা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এসব মসজিদে পলিনের নির্দেশে বাদ জুম্মা নামাজের সময় দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের নির্দেশে মসজিদ ও মন্দির-গির্জায় দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় করোনা থেকে মুক্তি পেতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক মঙ্গল কামনা করা হয়। পরে প্রতিটি মসজিদ ও মন্দির-গির্জায় মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়া, জেলা-উপজেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ।