নিজেই লিখছেন ও সুর করছেন তাসনিম আনিকা

২০১২ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’-এ শীর্ষ দশে ছিলেন তাসনিম আনিকা, বর্তমানে স্টেজ ও করপোরেট শো’গুলোতে আনিকা’র চাহিদা রয়েছে। যে কারণে শো’র মৌসুমে তাসনিম আনিকা থাকেন বেশ ব্যস্ত।

করোনায় লকডাউনের দিনগুলোতে আনিকা বেশকিছু গান লিখেছেন ও সুর করেছেন। ‘বাবুই পাখি’, ‘ মন’ শিরোনামের দু’টি গান’সহ আরো তিন/চারটি গান তিনি লিখেছেন ও সুর করেছেন। শিগগিরই গানগুলোর সব ধরনের কাজ শেষ করে আনিকা’র নিজস্ব ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিজে গান লেখা সুর করা এবং সংগীত জীবন প্রসঙ্গে আনিকা বলেন, ‘গত বছর লকডাউনের দিনগুলোতেই মূলত গান লেখা এবং সুর করার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। যার প্রথম প্রয়াস ছিলো বন্ধু দিবসে ‘বন্ধু’ শিরোনামের গানটি। খুব কাছের কিছু মানুষের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। যে কারণে আরো গান লেখা এবং সুর করায় মনোযোগী হয়ে উঠি।’

আনিকার বাবা মঈনুদ্দীন আহমেদ চট্টগ্রামের ‘জেমিং’ ব্যা-দলের ভোকালিস্ট ছিলেন। বাবার কারণেই মূলত তার শিল্পী হয়ে উঠা। আনিকা প্রথম প্লে-ব্যাক করেন শাকিব খান অভিনীত ‘নোলক’ সিনেমায় ‘জলে ভাসা ফুল’ গানটি। গানটি লেখা এস এ হক অলিকের, সুর সংগীত হৃদয় খানের। এছাড়াও ইফতেখার চৌধুরী’র ‘ল-ন লাভ’সহ আরো বেশ কয়েকটি সিনেমায় প্লে-ব্যাক করেছেন আনিকা।

রবিবার, ১৩ জুন ২০২১ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩১ রজব ১৪৪২

নিজেই লিখছেন ও সুর করছেন তাসনিম আনিকা

বিনোদন প্রতিবেদক |

image

২০১২ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’-এ শীর্ষ দশে ছিলেন তাসনিম আনিকা, বর্তমানে স্টেজ ও করপোরেট শো’গুলোতে আনিকা’র চাহিদা রয়েছে। যে কারণে শো’র মৌসুমে তাসনিম আনিকা থাকেন বেশ ব্যস্ত।

করোনায় লকডাউনের দিনগুলোতে আনিকা বেশকিছু গান লিখেছেন ও সুর করেছেন। ‘বাবুই পাখি’, ‘ মন’ শিরোনামের দু’টি গান’সহ আরো তিন/চারটি গান তিনি লিখেছেন ও সুর করেছেন। শিগগিরই গানগুলোর সব ধরনের কাজ শেষ করে আনিকা’র নিজস্ব ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিজে গান লেখা সুর করা এবং সংগীত জীবন প্রসঙ্গে আনিকা বলেন, ‘গত বছর লকডাউনের দিনগুলোতেই মূলত গান লেখা এবং সুর করার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। যার প্রথম প্রয়াস ছিলো বন্ধু দিবসে ‘বন্ধু’ শিরোনামের গানটি। খুব কাছের কিছু মানুষের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। যে কারণে আরো গান লেখা এবং সুর করায় মনোযোগী হয়ে উঠি।’

আনিকার বাবা মঈনুদ্দীন আহমেদ চট্টগ্রামের ‘জেমিং’ ব্যা-দলের ভোকালিস্ট ছিলেন। বাবার কারণেই মূলত তার শিল্পী হয়ে উঠা। আনিকা প্রথম প্লে-ব্যাক করেন শাকিব খান অভিনীত ‘নোলক’ সিনেমায় ‘জলে ভাসা ফুল’ গানটি। গানটি লেখা এস এ হক অলিকের, সুর সংগীত হৃদয় খানের। এছাড়াও ইফতেখার চৌধুরী’র ‘ল-ন লাভ’সহ আরো বেশ কয়েকটি সিনেমায় প্লে-ব্যাক করেছেন আনিকা।