‘৫৭০’ মুক্তি পাচ্ছে জাতীয় শোক দিবসে

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার লাশ দাফনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘৫৭০’। আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। গত বছরের ৩ অক্টোবর থেকে শুরু হয় ছবিটির শুটিং। শেষও হয়েছে। এখন ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানালেন পরিচালক। সব ঠিক থাকলে শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট ছবিটি মুক্তি দিতে চান পরিচালক ও প্রযোজক। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মীসহ প্রায় তিন শতাধিক শিল্পীসহ। পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘ছবিটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী কয়েক ঘন্টা নিয়ে নির্মিত হয়েছে। আমরা চাই ছবিটি আগামী শোক দিবসে মুক্তি দিতে। এ লক্ষ্যেই ছবিটি দ্রুত কাজ করছি। পিরিয়ডিক্যাল সিনেমা হওয়ায় ছবিটিতে ভিএফএক্সের কাজ বেশি। তাই একটু সময় নিয়ে কাজ করতে হচ্ছে। কাজ শেষ হলেই আগামী শোক দিবসে মুক্তি দেওয়ার চিন্তা আমাদের।’

বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। রুপালি পর্দায় সেই দিনটার ঘটনা তুলে ধরা হচ্ছে ছবিটিতে। সিনেমাটিতে বাপ্পী চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সেনাবাহিনীর সৈনিক চরিত্রে দেখা যাবে।

রবিবার, ১৩ জুন ২০২১ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩১ রজব ১৪৪২

‘৫৭০’ মুক্তি পাচ্ছে জাতীয় শোক দিবসে

বিনোদন প্রতিবেদক |

image

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার লাশ দাফনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘৫৭০’। আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। গত বছরের ৩ অক্টোবর থেকে শুরু হয় ছবিটির শুটিং। শেষও হয়েছে। এখন ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানালেন পরিচালক। সব ঠিক থাকলে শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট ছবিটি মুক্তি দিতে চান পরিচালক ও প্রযোজক। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মীসহ প্রায় তিন শতাধিক শিল্পীসহ। পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘ছবিটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী কয়েক ঘন্টা নিয়ে নির্মিত হয়েছে। আমরা চাই ছবিটি আগামী শোক দিবসে মুক্তি দিতে। এ লক্ষ্যেই ছবিটি দ্রুত কাজ করছি। পিরিয়ডিক্যাল সিনেমা হওয়ায় ছবিটিতে ভিএফএক্সের কাজ বেশি। তাই একটু সময় নিয়ে কাজ করতে হচ্ছে। কাজ শেষ হলেই আগামী শোক দিবসে মুক্তি দেওয়ার চিন্তা আমাদের।’

বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। রুপালি পর্দায় সেই দিনটার ঘটনা তুলে ধরা হচ্ছে ছবিটিতে। সিনেমাটিতে বাপ্পী চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সেনাবাহিনীর সৈনিক চরিত্রে দেখা যাবে।