ঈদের ধারাবাহিক নাটকে দোলন দে

ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চলতি প্রজন্মের অভিনেত্রী দোলন দে। এ ধারাবাহিকটির নাম ‘মেডেল’। এটি পরিচালনা করেছেন রায়হান খান। আর নাটকটিতে মোশাররফ করিমের বোনের চরিত্রে অভিনয় করছেন দোলন। পূবাইলে চলছে এর শুটিং।

দোলন দে বলেন, ‘এটি মজার একটি গল্প, দুই বন্ধুর প্রতিযোগিতার গল্প। গল্পে শাহাদাৎ ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকলেও মোশাররফ ভাই আমাকে অন্যদিকে বিয়ে দিয়ে দেয়। পরবর্তীতে মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার বিরোধ হয়ে যায়। বার বার বাপের বাড়ি চলে আসি আমি। কিন্তু সহ্য করতে পারি না মোশাররফ ভাইকে। এভাবেই গল্প এগিয়ে যায়।

দোলন গণমাধ্যমকে বলেন, ‘মোশাররফ ভাই অনেক গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। পুরো নাটকের টিমই খুব ভালো ছিল। আর নাটকটি দেখে দর্শক মজা পাবে বলেই আমার বিশ্বাস।’ এদিকে দোলন এটি ছাড়াও ঈদের বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।

রবিবার, ১৩ জুন ২০২১ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩১ রজব ১৪৪২

ঈদের ধারাবাহিক নাটকে দোলন দে

বিনোদন প্রতিবেদক |

ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চলতি প্রজন্মের অভিনেত্রী দোলন দে। এ ধারাবাহিকটির নাম ‘মেডেল’। এটি পরিচালনা করেছেন রায়হান খান। আর নাটকটিতে মোশাররফ করিমের বোনের চরিত্রে অভিনয় করছেন দোলন। পূবাইলে চলছে এর শুটিং।

দোলন দে বলেন, ‘এটি মজার একটি গল্প, দুই বন্ধুর প্রতিযোগিতার গল্প। গল্পে শাহাদাৎ ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকলেও মোশাররফ ভাই আমাকে অন্যদিকে বিয়ে দিয়ে দেয়। পরবর্তীতে মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার বিরোধ হয়ে যায়। বার বার বাপের বাড়ি চলে আসি আমি। কিন্তু সহ্য করতে পারি না মোশাররফ ভাইকে। এভাবেই গল্প এগিয়ে যায়।

দোলন গণমাধ্যমকে বলেন, ‘মোশাররফ ভাই অনেক গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। পুরো নাটকের টিমই খুব ভালো ছিল। আর নাটকটি দেখে দর্শক মজা পাবে বলেই আমার বিশ্বাস।’ এদিকে দোলন এটি ছাড়াও ঈদের বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।