চলচ্চিত্রে স্থায়ী হতে চান শ্রাবণী

নবাগত অভিনেত্রী শ্রাবণী সিনহা। মিডিয়াতে চলচ্চিত্রে দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরই মাঝে পরপর তিনটি ছবিতে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ তার তৃতীয় ছবি। তার আগে পরিচালক রফিকুল ইসলাম বুলবুলের দুটি ছবি দিয়ে কাজ শুর করেছেন। “প্রেম প্রীতির বন্ধন” সেখানে সে আমান রেজার বিপরীতে কাজ করছে।

বড়পর্দা ছাড়াও বর্তমানে জয় সরকারের পরিচালনায় শ্রাবণীর অভিনিত দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে দুটি টিভি চ্যানেলে। তবে শ্রাবনীর এখন থেকে ধ্যান জ্ঞান সাধনা সব কিছুই চলচ্চিত্রকে ঘিরে।

শ্রাবনীর ইচ্ছে বড়পর্দায় একজন সফল অভিনেত্রী হওয়ার। সে জন্য নিজেকে সেভাবে ঝালাই করেই পাকাপোক্ত হয়ে মাঠে নেমেছেন। প্রশিক্ষণ নিয়েছেন, নাচ, ফাইট, সাতার, ড্রাইভিং সব কিছুরই। এমনকি শরীরটাকে ফিট রাখতে জিমে গিয়ে ঘামও ঝরাচ্ছেন!

রবিবার, ১৩ জুন ২০২১ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩১ রজব ১৪৪২

চলচ্চিত্রে স্থায়ী হতে চান শ্রাবণী

বিনোদন প্রতিবেদক |

image

নবাগত অভিনেত্রী শ্রাবণী সিনহা। মিডিয়াতে চলচ্চিত্রে দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরই মাঝে পরপর তিনটি ছবিতে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ তার তৃতীয় ছবি। তার আগে পরিচালক রফিকুল ইসলাম বুলবুলের দুটি ছবি দিয়ে কাজ শুর করেছেন। “প্রেম প্রীতির বন্ধন” সেখানে সে আমান রেজার বিপরীতে কাজ করছে।

বড়পর্দা ছাড়াও বর্তমানে জয় সরকারের পরিচালনায় শ্রাবণীর অভিনিত দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে দুটি টিভি চ্যানেলে। তবে শ্রাবনীর এখন থেকে ধ্যান জ্ঞান সাধনা সব কিছুই চলচ্চিত্রকে ঘিরে।

শ্রাবনীর ইচ্ছে বড়পর্দায় একজন সফল অভিনেত্রী হওয়ার। সে জন্য নিজেকে সেভাবে ঝালাই করেই পাকাপোক্ত হয়ে মাঠে নেমেছেন। প্রশিক্ষণ নিয়েছেন, নাচ, ফাইট, সাতার, ড্রাইভিং সব কিছুরই। এমনকি শরীরটাকে ফিট রাখতে জিমে গিয়ে ঘামও ঝরাচ্ছেন!