ট্রেন দুর্ঘটনা রোধে চার শিশুর ভূমিকার জন্য সংবর্ধনা

পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পূর্বপাশে শুকরভাঙ্গা রেল ক্রসিংয়ে স্ব-উদ্যোগে রেললাইন মেরামত করায় ৪ শিশুকে সংবর্ধনা, খেলনাসামগ্রী ও ক্রেস্ট প্রদান করেছেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আ. হামিদ মাস্টার।

গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে এসব শিশুর পরিবারকে খাদ্যসামগ্রীও প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব বিশ^াস রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আবুল কাশেম আতরী, স্বাচিপ পাবনা জেলা সভাপতি ডা. মো. গোলজার হোসেন, পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, রাজশাহী জুট মিলের উপ-মহাব্যবস্থাপক জিয়াউর রহমান, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, বাবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ জুন শুকুরভাঙ্গা রেল ক্রসিংয়ে রেল লাইনের মাটি ও পাথর ধসে যায়। বিষয়টি দেখতে পেয়ে শুকরভাঙ্গা গ্রামের ৪ শিশু সিয়াম (১২), সুমন (১০), মিলন (৯) ও মাসুম (১০) লাল কাপড় উড়িয়ে রেলপথের পাশ থেকে পাথর এনে লাইনে ফেলে পূরণ করে। এক পর্যায়ে এলাকাবাসীও তাদের সহযোগিতা করেন। তাদের প্রচেষ্টায় রেললাইনে ট্রেন চলাচলের ঝুঁকি দূর হয়। ৪ শিশুর বুদ্ধিমত্তায় চলাচলকারী ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পায়। বিষয়টি সামাজিক যোযোগ মাধ্যমে চাউর হলে উপজেলা চেয়ারম্যানের নজরে পড়ে।

image
আরও খবর
ঢাকায় আগাখান, সিলেটে হাবিবুর, কুমিল্লায় হাসেম আ’লীগের প্রার্থী
এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা
বিএনপি ক্ষমতা ফিরে পেতে ষড়যন্ত্র করছে : কাদের
বাংলাদেশের মোট বৈদেশিক দেনা ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে
ভারি বৃষ্টির সম্ভাবনা এক সপ্তাহ
১২ দিনেও খুনি শনাক্ত করতে পারেনি পুলিশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ বাতিলসহ ৫ দফা দাবিতে ছাত্র জোটের সমাবেশ
জিয়াই স্বাধীনতা যুদ্ধের প্রথম নায়ক, বললেন মির্জা ফখরুল
শ্রমিক-আনসার, পুলিশ সংঘর্ষ : আহত ২০
বিরোধীদের তোপের মুখে আসামের মুখ্যমন্ত্রী
মুমূর্ষু মাকে হাসপাতালে ভর্তি করতে এসে ফি বেশি নেয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীর ওপর নির্যাতন

রবিবার, ১৩ জুন ২০২১ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩১ রজব ১৪৪২

ট্রেন দুর্ঘটনা রোধে চার শিশুর ভূমিকার জন্য সংবর্ধনা

প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

image

পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পূর্বপাশে শুকরভাঙ্গা রেল ক্রসিংয়ে স্ব-উদ্যোগে রেললাইন মেরামত করায় ৪ শিশুকে সংবর্ধনা, খেলনাসামগ্রী ও ক্রেস্ট প্রদান করেছেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আ. হামিদ মাস্টার।

গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে এসব শিশুর পরিবারকে খাদ্যসামগ্রীও প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব বিশ^াস রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আবুল কাশেম আতরী, স্বাচিপ পাবনা জেলা সভাপতি ডা. মো. গোলজার হোসেন, পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, রাজশাহী জুট মিলের উপ-মহাব্যবস্থাপক জিয়াউর রহমান, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, বাবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ জুন শুকুরভাঙ্গা রেল ক্রসিংয়ে রেল লাইনের মাটি ও পাথর ধসে যায়। বিষয়টি দেখতে পেয়ে শুকরভাঙ্গা গ্রামের ৪ শিশু সিয়াম (১২), সুমন (১০), মিলন (৯) ও মাসুম (১০) লাল কাপড় উড়িয়ে রেলপথের পাশ থেকে পাথর এনে লাইনে ফেলে পূরণ করে। এক পর্যায়ে এলাকাবাসীও তাদের সহযোগিতা করেন। তাদের প্রচেষ্টায় রেললাইনে ট্রেন চলাচলের ঝুঁকি দূর হয়। ৪ শিশুর বুদ্ধিমত্তায় চলাচলকারী ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পায়। বিষয়টি সামাজিক যোযোগ মাধ্যমে চাউর হলে উপজেলা চেয়ারম্যানের নজরে পড়ে।