চীন থেকে এলো আরও ৬ লাখ ডোজ টিকা

করোনা প্রতিরোধে চীনের বন্ধুত্বের নিদর্শন হিসেবে দ্বিতীয় দফায় আরও ছয় লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। এই ভ্যাকসিন এবং সিরিঞ্জ বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর দুটি সি-১৩০জে বিমান গতকাল কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করে।

বাংলাদেশ বিমানের ওই দুটি বিশেষ ফ্লাইট ভ্যাকসিন আনতে শনিবার সন্ধ্যায় বেইজিংয়ের উদ্দেশে রওনা দেয়। এর আগে, মে মাসে প্রথম দফায় পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেয় চীন।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানিয়েছে, চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই’র সঙ্গে গত ২১ মে টেলিফোনে আলাপ করেন। ওইদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে বলেন, ‘উপহার হিসেবে চীন দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি টিকা কেনার চুক্তি প্রায় চূড়ান্ত করে বাংলাদেশ। মে মাসের শেষ সপ্তাহে সরকারের এক অতিরিক্ত সচিব সাংবাদিকদের কাছে সিনোফার্মের টিকার দাম প্রকাশ করেন। এতে সিনোফার্ম থেকে জুন মাসে টিকার প্রথম চালান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সিনোফার্মের টিকা বাংলাদেশের চেয়ে বেশি দামে কিনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এ বিষয়টি অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশও করেছে।

সোমবার, ১৪ জুন ২০২১ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ২ জিলকদ ১৪৪২

চীন থেকে এলো আরও ৬ লাখ ডোজ টিকা

নিজস্ব বার্তা পরিবেশক

করোনা প্রতিরোধে চীনের বন্ধুত্বের নিদর্শন হিসেবে দ্বিতীয় দফায় আরও ছয় লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। এই ভ্যাকসিন এবং সিরিঞ্জ বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর দুটি সি-১৩০জে বিমান গতকাল কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করে।

বাংলাদেশ বিমানের ওই দুটি বিশেষ ফ্লাইট ভ্যাকসিন আনতে শনিবার সন্ধ্যায় বেইজিংয়ের উদ্দেশে রওনা দেয়। এর আগে, মে মাসে প্রথম দফায় পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেয় চীন।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানিয়েছে, চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই’র সঙ্গে গত ২১ মে টেলিফোনে আলাপ করেন। ওইদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে বলেন, ‘উপহার হিসেবে চীন দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি টিকা কেনার চুক্তি প্রায় চূড়ান্ত করে বাংলাদেশ। মে মাসের শেষ সপ্তাহে সরকারের এক অতিরিক্ত সচিব সাংবাদিকদের কাছে সিনোফার্মের টিকার দাম প্রকাশ করেন। এতে সিনোফার্ম থেকে জুন মাসে টিকার প্রথম চালান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সিনোফার্মের টিকা বাংলাদেশের চেয়ে বেশি দামে কিনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এ বিষয়টি অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশও করেছে।