রংপুর মেডিকেল থেকে ৭ দালাল গ্রেপ্তার

রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের প্রতারণার মাধ্যমে ক্লিনিকে ভর্তি করার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৭ দালালকে গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ।

মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারুখ আহাম্মেদ ৭ দালালকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশি অভিযানের খবর আগাম ফাঁস হয়ে যাওয়ায় হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে থাকা দালাল চক্রের অর্ধশতাধিক সদস্য সটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন।

পুলিশ জানায়, রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে অসহায় রোগীরা চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসে। হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় দালাল চক্র কখনও নিজেরাই চিকিৎসক বা কর্মকর্তা পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এমনি অভিযোগের ভিত্তিতে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে প্রথমে ৭ দালালকে এবং পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন, মো. মোরশেদ আলম, মো. মাসুদ শাহ, মো. মিজানুর রহমান, মো. মাহবুব আলম, মো. আশরাফুল ইসলাম, উত্তম কুমার, আপন কুমার, মো. রিফাতুল ইসলাম, শ্রী উজ্জ্বল রায় এবং কমল রায়।

এ ব্যাপারে মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারুখ আহাম্মেদ সাংবাদিকদের হাসপাতাল চত্বরে ব্রিফিংকালে জানান, দালাল চক্র অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাসপাতালে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৭ দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে রোববার বেলা সাড়ে ১১টায় পুলিশ হাসপাতালে অভিযান চালাবে এমনি খবর সকাল ১০টার পর থেকে চাউর হয়ে যায় হাসপাতাল এলাকায়। ফলে অভিযান শুরুর আগেই অর্ধশতাধিক দালাল চক্র সটকে পড়ে বলে হাসপাতালের একাধিক কর্মকর্তা কর্মচারী জানিয়েছেন। তবে এ ব্যাপারে ডিবি পুলিশের কেউই কোন মন্তব্য করতে রাজি হননি।

আরও খবর
ঈদুল আজহায় বৈধ বা অবৈধ কোন গরু ভারত থেকে আনা যাবে না
এলএনজি খালাস বন্ধ, ৩ দিন গ্যাসের চাপ কম থাকবে
বিমানবাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে
ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ঘাটতি
যেখানে নিষেধাজ্ঞা নেই, সেখানে ইউপি নির্বাচন সিইসি
রোগীদের হয়রানি রোধে ঢাকা মেডিকেলে ৫ বিশেষ ব্যবস্থা
বিএনপি রাজনীতির শেকড় থেকে বিচ্ছিন্ন : কাদের
হামলার মামলা ১৬৩ জনকে আসামি
প্রতারণা করে বিয়ে, নির্যাতনে হত্যার কারণ হতে পারে, স্বামী মিল্লাত পলাতক : পুলিশ
রাজধানীর দক্ষিণে ম্যানহোল থেকে ১০৭ মে.টন বর্জ্য অপসারণ
নেপথ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে খুন

সোমবার, ১৪ জুন ২০২১ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ২ জিলকদ ১৪৪২

রংপুর মেডিকেল থেকে ৭ দালাল গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের প্রতারণার মাধ্যমে ক্লিনিকে ভর্তি করার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৭ দালালকে গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ।

মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারুখ আহাম্মেদ ৭ দালালকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশি অভিযানের খবর আগাম ফাঁস হয়ে যাওয়ায় হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে থাকা দালাল চক্রের অর্ধশতাধিক সদস্য সটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন।

পুলিশ জানায়, রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে অসহায় রোগীরা চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসে। হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় দালাল চক্র কখনও নিজেরাই চিকিৎসক বা কর্মকর্তা পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এমনি অভিযোগের ভিত্তিতে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে প্রথমে ৭ দালালকে এবং পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন, মো. মোরশেদ আলম, মো. মাসুদ শাহ, মো. মিজানুর রহমান, মো. মাহবুব আলম, মো. আশরাফুল ইসলাম, উত্তম কুমার, আপন কুমার, মো. রিফাতুল ইসলাম, শ্রী উজ্জ্বল রায় এবং কমল রায়।

এ ব্যাপারে মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারুখ আহাম্মেদ সাংবাদিকদের হাসপাতাল চত্বরে ব্রিফিংকালে জানান, দালাল চক্র অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাসপাতালে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৭ দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে রোববার বেলা সাড়ে ১১টায় পুলিশ হাসপাতালে অভিযান চালাবে এমনি খবর সকাল ১০টার পর থেকে চাউর হয়ে যায় হাসপাতাল এলাকায়। ফলে অভিযান শুরুর আগেই অর্ধশতাধিক দালাল চক্র সটকে পড়ে বলে হাসপাতালের একাধিক কর্মকর্তা কর্মচারী জানিয়েছেন। তবে এ ব্যাপারে ডিবি পুলিশের কেউই কোন মন্তব্য করতে রাজি হননি।