আটক ৩ ছাত্র অধিকার নেতার পরীক্ষা দেয়ার সুযোগ দাবি

কারাবন্দী ছাত্র অধিকার পরিষদ নেতা বিন ইয়ামিন মোল্লা, আখতার হোসেন ও আকরাম হোসেনকে আসন্ন একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপিও দেন।

কারাবন্দী ছাত্র অধিকার পরিষদ নেতাদের মধ্যে রয়েছে, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিন ইয়ামিন মোল্লা’র বাবা মো. রফিকুল ইসলাম, মা হাসিনা বেগম ও আকরাম হোসেনের বাবা মো. আলমগীর হোসেন। রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিখতে শিখতে অনেক কিছু ভুল করতে পারে। আমার সন্তানরা ন্যায়ের পথে সংগ্রাম করেছে। এর মানে এই নয় যে তাদের শিক্ষাজীবন ও ক্যারিয়ার ধ্বংস করে দিতে হবে!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, আমাদের সন্তানদের আপনার (উপাচার্য) সন্তান মনে করে পরীক্ষা দেয়ার ব্যবস্থা এবং মুক্তির জন্য উচ্চ আদালতে আবেদন করেছি সেখানেও সহযোগিতা করবেন বলে আশা করি। হাফেজ মো. আলমগীর হোসেন ঢাবি উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, আমাদের মানসিক অবস্থার দিকে খেয়াল রেখে কারাগারে হলেও পরীক্ষার সুযোগ করে দেয়ার জন্য আপনার কাছে আবেদন জানাই। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আসিফ মাহমুদ, প্রচার সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিন ইয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের, আখতার হোসেন আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের এবং আকরাম হোসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

সোমবার, ১৪ জুন ২০২১ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ২ জিলকদ ১৪৪২

আটক ৩ ছাত্র অধিকার নেতার পরীক্ষা দেয়ার সুযোগ দাবি

প্রতিনিধি, ঢাবি

কারাবন্দী ছাত্র অধিকার পরিষদ নেতা বিন ইয়ামিন মোল্লা, আখতার হোসেন ও আকরাম হোসেনকে আসন্ন একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপিও দেন।

কারাবন্দী ছাত্র অধিকার পরিষদ নেতাদের মধ্যে রয়েছে, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিন ইয়ামিন মোল্লা’র বাবা মো. রফিকুল ইসলাম, মা হাসিনা বেগম ও আকরাম হোসেনের বাবা মো. আলমগীর হোসেন। রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিখতে শিখতে অনেক কিছু ভুল করতে পারে। আমার সন্তানরা ন্যায়ের পথে সংগ্রাম করেছে। এর মানে এই নয় যে তাদের শিক্ষাজীবন ও ক্যারিয়ার ধ্বংস করে দিতে হবে!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, আমাদের সন্তানদের আপনার (উপাচার্য) সন্তান মনে করে পরীক্ষা দেয়ার ব্যবস্থা এবং মুক্তির জন্য উচ্চ আদালতে আবেদন করেছি সেখানেও সহযোগিতা করবেন বলে আশা করি। হাফেজ মো. আলমগীর হোসেন ঢাবি উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, আমাদের মানসিক অবস্থার দিকে খেয়াল রেখে কারাগারে হলেও পরীক্ষার সুযোগ করে দেয়ার জন্য আপনার কাছে আবেদন জানাই। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আসিফ মাহমুদ, প্রচার সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিন ইয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের, আখতার হোসেন আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের এবং আকরাম হোসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।