ভাতা গ্রহণে নানা জটিলতায় বাড়ছে গ্রহীতাদের ভোগান্তি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সমাজসেবা অফিসের আওতাধীন বয়স্ক, বিধবা প্রতিবন্ধী ভাতা উত্তোলনে জটিলতার সৃষ্টি হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে জানা যায়, পহেলা জুন থেকে প্রত্যেকের সিমে নগদ একাউন্ট ভাতা চালু হয়েছে। কিন্তু সরজমিনে দেখা যায়, অনেকেরই সিম একাউন্টে নগদ টাকা ঢুকেনি।এতে হয়রানির শিকার হচ্ছে সুবিধাভোগীরা। দিনের পর দিন অফিসের বারান্দায় ও দোকানে দোকানে অপেক্ষ করছেন তারা। ভাতা বহিদের দেখা যায়, কারো একাউন্ট নাম্বার নেই, কেউ কেউ পিন কোড ভূলে গেছে, কেউ বা একাউন্ট চেক করতে পারছে না।

এ বিষয়ে অফিস সহকারীদের কাছে উত্তোলনের উপায় জানতে চাইলে তারা বলেন, আমাদের করার কিছুই নেই। যেখান থেকে টাকা পাঠাচ্ছে এটা তাদের বিষয়। টাকা না পাওয়া ব্যাক্তিদের হাতে ধরিয়ে দিচ্ছে নগদ একাউন্ট চেক করার *১৬৭# এই নাম্বারটি। কিন্তু ভাতাভোগীদের কাছ থেকে জানা যায়, বার বার চেষ্টা করেও এই সাইডে ঢুকা যাচ্ছে না। ভাতাভোগীদের প্রশ্ন এই জটিলতা থেকে উত্তরণের উপায় কি হবে আমাদের

মঙ্গলবার, ১৫ জুন ২০২১ , ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

ভাতা গ্রহণে নানা জটিলতায় বাড়ছে গ্রহীতাদের ভোগান্তি

কলমাকান্দা (নেত্রকোনা)

image

কলমাকান্দা (নেত্রকোনা) : ভাতা গ্রহণ করতে এসে উপকারভোগীরা উপজেলা চত্বরে বিভিন্ন দোকান ও অফিসের সামনে বসে সময় কাটাচ্ছেন -সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সমাজসেবা অফিসের আওতাধীন বয়স্ক, বিধবা প্রতিবন্ধী ভাতা উত্তোলনে জটিলতার সৃষ্টি হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে জানা যায়, পহেলা জুন থেকে প্রত্যেকের সিমে নগদ একাউন্ট ভাতা চালু হয়েছে। কিন্তু সরজমিনে দেখা যায়, অনেকেরই সিম একাউন্টে নগদ টাকা ঢুকেনি।এতে হয়রানির শিকার হচ্ছে সুবিধাভোগীরা। দিনের পর দিন অফিসের বারান্দায় ও দোকানে দোকানে অপেক্ষ করছেন তারা। ভাতা বহিদের দেখা যায়, কারো একাউন্ট নাম্বার নেই, কেউ কেউ পিন কোড ভূলে গেছে, কেউ বা একাউন্ট চেক করতে পারছে না।

এ বিষয়ে অফিস সহকারীদের কাছে উত্তোলনের উপায় জানতে চাইলে তারা বলেন, আমাদের করার কিছুই নেই। যেখান থেকে টাকা পাঠাচ্ছে এটা তাদের বিষয়। টাকা না পাওয়া ব্যাক্তিদের হাতে ধরিয়ে দিচ্ছে নগদ একাউন্ট চেক করার *১৬৭# এই নাম্বারটি। কিন্তু ভাতাভোগীদের কাছ থেকে জানা যায়, বার বার চেষ্টা করেও এই সাইডে ঢুকা যাচ্ছে না। ভাতাভোগীদের প্রশ্ন এই জটিলতা থেকে উত্তরণের উপায় কি হবে আমাদের