আইএলও নির্বাচনে সর্বোচ্চ ভোট পেল বাংলাদেশ

টানা তৃতীয়বারের মতো বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের উপ-সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল জেনেভায় সংস্থার ১০৯ অধিবেশন চলাকালে এই নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয়। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২৪ মেয়াদের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এর আগে বাংলাদেশ ২০১৪-১৭ ও ২০১৭-২০২১ মেয়াদেও উপ-সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। প্রার্থিতা ঘোষণার পর থেকে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন অন্য সদস্য দেশগুলোর সমর্থনের জন্য জোর প্রচারণা চালানোর ফলে এই বিজয় সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আবদুস সালাম ও জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান ভার্চুয়াল এই নির্বাচনে অংশগ্রহণ করেন।

আরও খবর
টিকা ক্রয়ের পাশাপাশি দেশে উৎপাদন ও উদ্ভাবনের পরামর্শ ফারুক খানের
হেফাজত আসলে তালেবানের অনুসারী মেনন
অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদিত
ঢাকায় দুই সিটিতে বসবে ২৪টি পশুর হাট
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ নিয়ে আলোচনা
খালেদার হার্ট কিডনি ও লিভারের সমস্যা ফখরুল
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়া : কাদের
পশ্চিমবঙ্গে লকডাউন আরও বাড়লো
চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ৩৭০টি বসতি উচ্ছেদ
নুরসহ ৪ জনকে অব্যাহতি দিয়ে চার্জশিট
কাদের মির্জার চোখ তুলে নেয়ার হুমকি ভাগ্নে মঞ্জুর
কেজি ১৫ টাকা, তবু ক্রেতার অভাব

মঙ্গলবার, ১৫ জুন ২০২১ , ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

আইএলও নির্বাচনে সর্বোচ্চ ভোট পেল বাংলাদেশ

নিজস্ব বার্তা পরিবেশক

টানা তৃতীয়বারের মতো বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের উপ-সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল জেনেভায় সংস্থার ১০৯ অধিবেশন চলাকালে এই নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয়। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২৪ মেয়াদের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এর আগে বাংলাদেশ ২০১৪-১৭ ও ২০১৭-২০২১ মেয়াদেও উপ-সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। প্রার্থিতা ঘোষণার পর থেকে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন অন্য সদস্য দেশগুলোর সমর্থনের জন্য জোর প্রচারণা চালানোর ফলে এই বিজয় সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আবদুস সালাম ও জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান ভার্চুয়াল এই নির্বাচনে অংশগ্রহণ করেন।