ঢাকা ব্যাংকের আয়োজনে ইএসি ঋণ পেল চাঁদপুর পাওয়ার

ঢাকা ব্যাংক সম্প্রতি জার্মানির কমার্স ব্যাংক এজি এবং একেএ আউসফুরক্রেডিট-গেজেলশাফট এমবেহা থেকে ১৩ বছর মেয়াদি ইসিএ ঋণ গ্রহণের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা ব্যাংক জার্মানির অয়লার হেরমেসের কভারের বিপরীতে ওই ৪০ মিলিয়ন ইউএস ডলারের ইসিএ (এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি) ঋণ ডরিন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান চাঁদপুর পাওয়ার জেনারেশনের জন্য ব্যবস্থা করে দিয়েছে। এটি ঢাকা ব্যাংকের প্রথম ইসিএ কাভার্ড ঋণ আয়োজন এবং যার মাধ্যমে ব্যাংকটি স্ট্রাকচার্ড ফাইন্যান্সের আওতায় তাদের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করতে সক্ষম হয়েছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এমরানুল হকসহ ব্যাংকটির অন্য শীর্ষ কর্মকর্তারা এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন।

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

ঢাকা ব্যাংকের আয়োজনে ইএসি ঋণ পেল চাঁদপুর পাওয়ার

image

ঢাকা ব্যাংক সম্প্রতি জার্মানির কমার্স ব্যাংক এজি এবং একেএ আউসফুরক্রেডিট-গেজেলশাফট এমবেহা থেকে ১৩ বছর মেয়াদি ইসিএ ঋণ গ্রহণের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা ব্যাংক জার্মানির অয়লার হেরমেসের কভারের বিপরীতে ওই ৪০ মিলিয়ন ইউএস ডলারের ইসিএ (এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি) ঋণ ডরিন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান চাঁদপুর পাওয়ার জেনারেশনের জন্য ব্যবস্থা করে দিয়েছে। এটি ঢাকা ব্যাংকের প্রথম ইসিএ কাভার্ড ঋণ আয়োজন এবং যার মাধ্যমে ব্যাংকটি স্ট্রাকচার্ড ফাইন্যান্সের আওতায় তাদের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করতে সক্ষম হয়েছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এমরানুল হকসহ ব্যাংকটির অন্য শীর্ষ কর্মকর্তারা এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন।