সুইটি ও বাসারকে নিয়ে চয়নিকার ‘বড় ভাবী’

মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি মডেলিং-এ এবং অভিনয়ে এখনও অনেকটাই নিয়মিত। সম্প্রতি তিনি চয়নিকা চৌধুরীর ‘বড় ভাবী’ নামের একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন। নাটকে তার দেবরের চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেতা খায়রুল বাসার। ‘বড় ভাবী’ নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। গেলো ১৩ ও ১৪ জুন রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘বড় ভাবী’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছি আমি। অনেকদিন পর চয়নিকা বৌদির নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। স্ক্রিপ্টটা অনেক ভালো এবং সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেছে। এ নাটকে খায়রুল বাসার, মৌসুমী মৌ’কে সহশিল্পী হিসেবে পেয়েছি। দুজনই চমৎকার অভিনয় করেছে।’ খায়রুল বাসার বলেন, ‘শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নির্মাতা চয়নিকা দিদিকে। কারণ তিনিই আমাকে তার নাটকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি চরিত্রানুযায়ী নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। শ্রদ্ধেয় সুইটি আপুর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। তিনিও আমাকে খুব সহযোগিতা করেছেন।’ জানা যায় শিগগিরই নাটকটি একটি স্যাটেলোইট চ্যানেলে প্রচার হবে। এদিকে সুইটি এরইমধ্যে শেষ করেছেন আকরাম খানের নির্দেশনায় ‘শুধাংসু ফিরে আসবে’ নাটকের কাজ।

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

সুইটি ও বাসারকে নিয়ে চয়নিকার ‘বড় ভাবী’

বিনোদন প্রতিবেদক |

image

মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি মডেলিং-এ এবং অভিনয়ে এখনও অনেকটাই নিয়মিত। সম্প্রতি তিনি চয়নিকা চৌধুরীর ‘বড় ভাবী’ নামের একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন। নাটকে তার দেবরের চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেতা খায়রুল বাসার। ‘বড় ভাবী’ নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। গেলো ১৩ ও ১৪ জুন রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘বড় ভাবী’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছি আমি। অনেকদিন পর চয়নিকা বৌদির নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। স্ক্রিপ্টটা অনেক ভালো এবং সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেছে। এ নাটকে খায়রুল বাসার, মৌসুমী মৌ’কে সহশিল্পী হিসেবে পেয়েছি। দুজনই চমৎকার অভিনয় করেছে।’ খায়রুল বাসার বলেন, ‘শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নির্মাতা চয়নিকা দিদিকে। কারণ তিনিই আমাকে তার নাটকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি চরিত্রানুযায়ী নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। শ্রদ্ধেয় সুইটি আপুর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। তিনিও আমাকে খুব সহযোগিতা করেছেন।’ জানা যায় শিগগিরই নাটকটি একটি স্যাটেলোইট চ্যানেলে প্রচার হবে। এদিকে সুইটি এরইমধ্যে শেষ করেছেন আকরাম খানের নির্দেশনায় ‘শুধাংসু ফিরে আসবে’ নাটকের কাজ।