ওয়েব সিরিজে সূচনা আজাদ

শোবিজে নতুন মুখ সূচনা আজাদ। মডেলিং থেকে চলচ্চিত্রে নাম লেখানো এ তরুণী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নিজের স্বপ্নের দিকে। সূচনা আজাদের শুরু হয় টিভিসিতে কাজ করার মধ্য দিয়ে। রবি, ইগলু, সিঙ্গার, সাইমন বিচ, ডায়মন্ড ওয়ার্ল্ড, প্রাণ-আরএফএল, এখানেই.কমসহ প্রায় ৩০টির মতো টিভিসিতে কাজ করেছেন তিনি। আশিকুর রহমান পরিচালিত ‘অগ্নিপথ’ ছবির মাধ্যমে নাম লেখান রুপালি পর্দায়। কাজ করেন সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমায়। এরপর অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ ও ‘কানামাছি’ শিরোনামের চলচ্চিত্রে কাজ করেন। এবার ওয়েব সিরিজে অভিনয় করছেন এই নায়িকা। এর নাম ‘আবার’। এটি রচনা ও পরিচালনা করছেন সূচনা আজাদের আগের দুই সিনেমার পরিচালক অঞ্জন আইচ। এতে সূচনার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। সূচনা আজাদ গণমাধ্যমকে বলেন, ‘সুন্দর একটি গল্প। এতে দর্শকরা কমেডি ও হরর আমেজ একসঙ্গে পাবেন। আমার চরিত্রটিও খুব সুন্দর। ব্যতিক্রমী এক চরিত্র। আমি কাজটা বেশ উপভোগ করছি। সামনে সুযোগ হলে এ রকম আরও ভালো ভালো ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা আছে।’

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

ওয়েব সিরিজে সূচনা আজাদ

বিনোদন প্রতিবেদক |

image

শোবিজে নতুন মুখ সূচনা আজাদ। মডেলিং থেকে চলচ্চিত্রে নাম লেখানো এ তরুণী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নিজের স্বপ্নের দিকে। সূচনা আজাদের শুরু হয় টিভিসিতে কাজ করার মধ্য দিয়ে। রবি, ইগলু, সিঙ্গার, সাইমন বিচ, ডায়মন্ড ওয়ার্ল্ড, প্রাণ-আরএফএল, এখানেই.কমসহ প্রায় ৩০টির মতো টিভিসিতে কাজ করেছেন তিনি। আশিকুর রহমান পরিচালিত ‘অগ্নিপথ’ ছবির মাধ্যমে নাম লেখান রুপালি পর্দায়। কাজ করেন সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমায়। এরপর অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ ও ‘কানামাছি’ শিরোনামের চলচ্চিত্রে কাজ করেন। এবার ওয়েব সিরিজে অভিনয় করছেন এই নায়িকা। এর নাম ‘আবার’। এটি রচনা ও পরিচালনা করছেন সূচনা আজাদের আগের দুই সিনেমার পরিচালক অঞ্জন আইচ। এতে সূচনার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। সূচনা আজাদ গণমাধ্যমকে বলেন, ‘সুন্দর একটি গল্প। এতে দর্শকরা কমেডি ও হরর আমেজ একসঙ্গে পাবেন। আমার চরিত্রটিও খুব সুন্দর। ব্যতিক্রমী এক চরিত্র। আমি কাজটা বেশ উপভোগ করছি। সামনে সুযোগ হলে এ রকম আরও ভালো ভালো ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা আছে।’