চিকিৎসাসেবায় ডককিউর

প্রযুক্তির কল্যাণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন চিকিৎসা বা টেলি হেলথ সার্ভিস। তেমনই একটি প্ল্যাটফর্ম ‘ডককিউর হেলথ টেক লিমিটেড’। ‘ডককিউর’ মোবাইল অ্যাপ এর মাধ্যমে সারা দেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে চলেছে প্রতিষ্ঠানটি। অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিয়েছেন মধ্যপ্রাচ্যের কিছু রোগীও। করোনাকালে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করছে ডককিউর, যা ৯৯ টাকা থেকে শুরু। পাশাপাশি ডককিউর অ্যাপ থেকে অল্প টাকায় ডায়বেটিস, গাইনি ও অনান্য প্যাকেজ কিনে যেকোনো সময় ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যেকোন মেডিক্যাল টেস্ট এবং ঔষধও কিনতে পারবে গ্রাহকরা। বর্তমানে ডককিউর-এর সঙ্গে যুক্ত আছে ২০টিরও বেশি হাসপাতাল, প্রায় ৪০টি ডায়গনিস্টিক সেন্টার, ৫০টিরও বেশি ফার্মেসি এবং ঢাকার বিভিন্ন হাসপাতালের ৩ শতাধিক ডাক্তার। এছাড়া ২৪/৭ জরুরি সেবা দেওয়ার জন্য ডককিউর এর নিজের ২০জন ডাক্তার সবসময় প্রস্তুত আছে। ডককিউরের সেবা তালিকায় রয়েছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, টেলিমেডিসিন, অনলাইন ঔষধ, মেডিকেল টেস্ট, হোম ডায়াগনস্টিক টেস্ট, হোম কোভিড টেস্ট, ইন্স্যুরেন্স, হেল্থ প্যাকেজ ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

চিকিৎসাসেবায় ডককিউর

image

প্রযুক্তির কল্যাণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন চিকিৎসা বা টেলি হেলথ সার্ভিস। তেমনই একটি প্ল্যাটফর্ম ‘ডককিউর হেলথ টেক লিমিটেড’। ‘ডককিউর’ মোবাইল অ্যাপ এর মাধ্যমে সারা দেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে চলেছে প্রতিষ্ঠানটি। অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিয়েছেন মধ্যপ্রাচ্যের কিছু রোগীও। করোনাকালে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করছে ডককিউর, যা ৯৯ টাকা থেকে শুরু। পাশাপাশি ডককিউর অ্যাপ থেকে অল্প টাকায় ডায়বেটিস, গাইনি ও অনান্য প্যাকেজ কিনে যেকোনো সময় ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যেকোন মেডিক্যাল টেস্ট এবং ঔষধও কিনতে পারবে গ্রাহকরা। বর্তমানে ডককিউর-এর সঙ্গে যুক্ত আছে ২০টিরও বেশি হাসপাতাল, প্রায় ৪০টি ডায়গনিস্টিক সেন্টার, ৫০টিরও বেশি ফার্মেসি এবং ঢাকার বিভিন্ন হাসপাতালের ৩ শতাধিক ডাক্তার। এছাড়া ২৪/৭ জরুরি সেবা দেওয়ার জন্য ডককিউর এর নিজের ২০জন ডাক্তার সবসময় প্রস্তুত আছে। ডককিউরের সেবা তালিকায় রয়েছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, টেলিমেডিসিন, অনলাইন ঔষধ, মেডিকেল টেস্ট, হোম ডায়াগনস্টিক টেস্ট, হোম কোভিড টেস্ট, ইন্স্যুরেন্স, হেল্থ প্যাকেজ ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি।