শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিললো ২৬৭০ পিস ইয়াবা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবাবহনকারী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- মো. শহীদুল্লাহ। গত সোমবার রাতে ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার থেকে শাহজালালে অবতরণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার পাকস্থলী থেকে ২৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক গতকাল বলেন, গ্রেপ্তারকৃত শহীদুল্লাহর বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। সোমবার রাতে কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইটে ওঠার আগে ইয়াবার ৫৮টি পুটলি গিলে ফেলেন। পরে শাহজালালে অবতরণ করার পর সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর এক্সরে করে ইয়াবার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়। পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পাকস্থলী থেকে একে একে ৫৮টি পুটলি বের করা হয়। যার মধ্য ২৬৭০ পিস ইয়াবা পাওয়া যায়।

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিললো ২৬৭০ পিস ইয়াবা

নিজস্ব বার্তা পরিবেশক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবাবহনকারী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- মো. শহীদুল্লাহ। গত সোমবার রাতে ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার থেকে শাহজালালে অবতরণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার পাকস্থলী থেকে ২৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক গতকাল বলেন, গ্রেপ্তারকৃত শহীদুল্লাহর বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। সোমবার রাতে কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইটে ওঠার আগে ইয়াবার ৫৮টি পুটলি গিলে ফেলেন। পরে শাহজালালে অবতরণ করার পর সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর এক্সরে করে ইয়াবার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়। পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পাকস্থলী থেকে একে একে ৫৮টি পুটলি বের করা হয়। যার মধ্য ২৬৭০ পিস ইয়াবা পাওয়া যায়।