অপোর দুটি হ্যান্ডসেটের মূল্যহ্রাস

স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন অফার নিয়ে এসেছে। এই অফারের আওতায় আগ্রহীরা অপোর দুটি স্টাইলিশ স্মার্টফোন হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন। প্রতিষ্ঠানটি তাদের রেনো৫ এবং এ১৫এস ডিভাইস দুটির দাম কমিয়েছে। অফার চলাকালীন আগ্রহীরা অপো রেনো৫ ডিভাইসটি ক্রয় করতে পারবেন ৩২, ৯৯০ টাকায়। অর্থাৎ, ক্রেতারা ডিভাইসটির আসল মূল্যের চেয়ে তিন হাজার টাকা কমে ফোনটি ক্রয় করতে পারবেন। এছাড়া অপো এ১৫এস ডিভাইসটি ১৩, ৯৯০ টাকার পরিবর্তে ১২, ৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন।

অপো রেনো৫ ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ফোনটির উল্লেখযোগ্য দুটি ফিচার হলো এআই মিক্সড পোর্ট্রেট ও ডুয়াল ভিউ ভিডিও মোড। এআই মিক্সড পোর্ট্রেট ক্যামেরার সুবাদে ডাবল এক্সপোজারের মাধ্যমে নান্দনিক কৌশলে দুটি ভিন্ন ভিডিও ধারণ করে একটির ওপর আরেকটি খুব সহজেই প্রতিস্থাপন করা যাবে। এতে আছে ৪৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জের ব্যবহারে ৩১ মিনিটের মধ্যে ডিভাইসটি ৮০ শতাংশ চার্জ করা যাবে। ডিভাইসটিতে রয়েছে ৮এনএম স্ন্যাপড্রাগন ৭২০ চিপসেট, ৮জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট।

অন্যদিকে, ৬৪ জিবি স্টোরেজ সমৃদ্ধ ও ৮৮.৭ শতাংশসহ ৬.৫২ ইঞ্চির বড় স্ক্রিনের অপো এ১৫এস ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এআই বিউটিফিকেশন, নাইট মোড, প্যানোরামা মোড, পোর্ট্রেট মোডের সাহায্যে ব্যবহারকারীরা এআই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। এতে রয়েছে ৪২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ , ৩ আষাড় ১৪২৮ ৫ জিলকদ ১৪৪২

অপোর দুটি হ্যান্ডসেটের মূল্যহ্রাস

image

স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন অফার নিয়ে এসেছে। এই অফারের আওতায় আগ্রহীরা অপোর দুটি স্টাইলিশ স্মার্টফোন হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন। প্রতিষ্ঠানটি তাদের রেনো৫ এবং এ১৫এস ডিভাইস দুটির দাম কমিয়েছে। অফার চলাকালীন আগ্রহীরা অপো রেনো৫ ডিভাইসটি ক্রয় করতে পারবেন ৩২, ৯৯০ টাকায়। অর্থাৎ, ক্রেতারা ডিভাইসটির আসল মূল্যের চেয়ে তিন হাজার টাকা কমে ফোনটি ক্রয় করতে পারবেন। এছাড়া অপো এ১৫এস ডিভাইসটি ১৩, ৯৯০ টাকার পরিবর্তে ১২, ৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন।

অপো রেনো৫ ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ফোনটির উল্লেখযোগ্য দুটি ফিচার হলো এআই মিক্সড পোর্ট্রেট ও ডুয়াল ভিউ ভিডিও মোড। এআই মিক্সড পোর্ট্রেট ক্যামেরার সুবাদে ডাবল এক্সপোজারের মাধ্যমে নান্দনিক কৌশলে দুটি ভিন্ন ভিডিও ধারণ করে একটির ওপর আরেকটি খুব সহজেই প্রতিস্থাপন করা যাবে। এতে আছে ৪৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জের ব্যবহারে ৩১ মিনিটের মধ্যে ডিভাইসটি ৮০ শতাংশ চার্জ করা যাবে। ডিভাইসটিতে রয়েছে ৮এনএম স্ন্যাপড্রাগন ৭২০ চিপসেট, ৮জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট।

অন্যদিকে, ৬৪ জিবি স্টোরেজ সমৃদ্ধ ও ৮৮.৭ শতাংশসহ ৬.৫২ ইঞ্চির বড় স্ক্রিনের অপো এ১৫এস ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এআই বিউটিফিকেশন, নাইট মোড, প্যানোরামা মোড, পোর্ট্রেট মোডের সাহায্যে ব্যবহারকারীরা এআই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। এতে রয়েছে ৪২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সংবাদ বিজ্ঞপ্তি।