চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল, পুলিশের বাধা

রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। গতকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে কর্মসূচিটি শুরু হয়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেসক্লাব অতিক্রম করে সচিবালয় গেটে এলে ব্যারিকেড দিয়ে পুলিশ এতে বাধা দেয়।

পুলিশের বাধায় সচিবালয় গেটের সামনে মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের ‘শিক্ষা ব্যবসা, এক সঙ্গে চলে না’; ‘হল-ক্যাম্পাস খুলে দাও, নাইলে গদি ছেড়ে দাও’; ‘অচল হল সচল করো, শিক্ষা জীবন রক্ষা করো’; ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে- বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহার; সব শিক্ষার্থীকে বিনামূল্যে টিকা দেয়া; করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা।

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। বাধাপরবর্তী সমাবেশে ছাত্র নেতারা বলেন, আমরা শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান করছি। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার আবেদন করেছিলাম, কিন্তু ফ্যাসিবাদী সরকার এতে কর্ণপাত করেনি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না উল্লেখ করে তারা বলেন, রোডম্যাপও ঘোষণা করা হচ্ছে না। অথচ বিশ্ববিদ্যালয়-কলেজের ওপর ঠিকই ১৫ শতাংশ করারোপ করা হয়েছে।

পুলিশি বাধার বিষয়ে নেতারা বলেন, আমাদের যৌক্তিক দাবিতে পুলিশ বাধা দিয়েছে। এতে সরকারের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট। বাধা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। শিক্ষা খাতের এই চক্রান্ত এবং চক্রান্তের মূল ফ্যাসিবাদী সরকারকে রুখে দিতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা বলেন, করোনা থাকা-না-থাকার প্রশ্ন শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য করছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাসহ নানান সংকট তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী বার বার আশ্বাস দিচ্ছেন অথচ ব্যবস্থা নিচ্ছেন না। আমরা বলতে চাই আপনার মতো শিক্ষামন্ত্রী আমাদের প্রয়োজন নেই। আপনি দায়িত্ব ছাড়েন, না ছাড়লে ছাড়ার ব্যবস্থা আমাদেরই করতে হবে। আপনি ছেড়ে আমাদের দায়িত্ব দিন। আমরা ১৫ দিনের মধ্যে রোডম্যাপ ঘোষণা করে শিক্ষাপ্রতিষ্ঠানের তালা খুলে দেশের শিক্ষা কার্যক্রম সচল করব।

পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, আমাদের যৌক্তিক দাবিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানাচ্ছি। বাধা দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। ছাত্র সমাজের জন্য আমাদের আন্দোলন চলবে। আপনারা বাড়াবাড়ি করছেন। এর ফল ভালো হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের ওই জং ধরা তালা আমাদের ভাঙতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের চারটি দাবি মেনে নিন, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। অন্যথায় সারাদেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।

image

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও শিক্ষার্থীদের ফি মওকুফসহ বিভিন্ন দাবিতে গতকাল কয়েকটি বাম ছাত্র সংগঠন শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিল করার সময় পুলিশ বাধা দেয় -সংবাদ

আরও খবর
সুন্দরবনের আয়তন বাড়ছে : প্রধানমন্ত্রী
বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংসদে
পুলিশের শূন্য পদে নিয়োগ শীঘ্রই : স্বরাষ্ট্রমন্ত্রী
নিবন্ধন ছাড়া ডে-কেয়ার চালালে জেল-জরিমানা
অর্থ পাচারকারী কারা অর্থমন্ত্রী জানেন জাপা এমপি
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্রুত জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান
সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন বন্ধ : সিইসি
গোপনে বেড বাড়ি নিয়ে যেতে ধরা পড়েন জনতার হাতে চিকিৎসক
বোমা হামলার ২০ বছর, বিচার হয়নি
১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস : মির্জা ফখরুল
সিএএর সঙ্গে সম্পর্ক নেই নাগরিকত্ব আইনের
বিএনপির দুর্নীতিবিরোধী বক্তব্য ভূতের মুখে রাম নাম : কাদের

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ , ৩ আষাড় ১৪২৮ ৫ জিলকদ ১৪৪২

চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল, পুলিশের বাধা

প্রতিনিধি, ঢাবি

image

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও শিক্ষার্থীদের ফি মওকুফসহ বিভিন্ন দাবিতে গতকাল কয়েকটি বাম ছাত্র সংগঠন শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিল করার সময় পুলিশ বাধা দেয় -সংবাদ

রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। গতকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে কর্মসূচিটি শুরু হয়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেসক্লাব অতিক্রম করে সচিবালয় গেটে এলে ব্যারিকেড দিয়ে পুলিশ এতে বাধা দেয়।

পুলিশের বাধায় সচিবালয় গেটের সামনে মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের ‘শিক্ষা ব্যবসা, এক সঙ্গে চলে না’; ‘হল-ক্যাম্পাস খুলে দাও, নাইলে গদি ছেড়ে দাও’; ‘অচল হল সচল করো, শিক্ষা জীবন রক্ষা করো’; ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে- বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহার; সব শিক্ষার্থীকে বিনামূল্যে টিকা দেয়া; করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা।

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। বাধাপরবর্তী সমাবেশে ছাত্র নেতারা বলেন, আমরা শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান করছি। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার আবেদন করেছিলাম, কিন্তু ফ্যাসিবাদী সরকার এতে কর্ণপাত করেনি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না উল্লেখ করে তারা বলেন, রোডম্যাপও ঘোষণা করা হচ্ছে না। অথচ বিশ্ববিদ্যালয়-কলেজের ওপর ঠিকই ১৫ শতাংশ করারোপ করা হয়েছে।

পুলিশি বাধার বিষয়ে নেতারা বলেন, আমাদের যৌক্তিক দাবিতে পুলিশ বাধা দিয়েছে। এতে সরকারের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট। বাধা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। শিক্ষা খাতের এই চক্রান্ত এবং চক্রান্তের মূল ফ্যাসিবাদী সরকারকে রুখে দিতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা বলেন, করোনা থাকা-না-থাকার প্রশ্ন শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য করছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাসহ নানান সংকট তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী বার বার আশ্বাস দিচ্ছেন অথচ ব্যবস্থা নিচ্ছেন না। আমরা বলতে চাই আপনার মতো শিক্ষামন্ত্রী আমাদের প্রয়োজন নেই। আপনি দায়িত্ব ছাড়েন, না ছাড়লে ছাড়ার ব্যবস্থা আমাদেরই করতে হবে। আপনি ছেড়ে আমাদের দায়িত্ব দিন। আমরা ১৫ দিনের মধ্যে রোডম্যাপ ঘোষণা করে শিক্ষাপ্রতিষ্ঠানের তালা খুলে দেশের শিক্ষা কার্যক্রম সচল করব।

পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, আমাদের যৌক্তিক দাবিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানাচ্ছি। বাধা দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। ছাত্র সমাজের জন্য আমাদের আন্দোলন চলবে। আপনারা বাড়াবাড়ি করছেন। এর ফল ভালো হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের ওই জং ধরা তালা আমাদের ভাঙতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের চারটি দাবি মেনে নিন, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। অন্যথায় সারাদেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।