লেনদেন কমলেও সূচক সামান্য বেড়েছে

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ারবাজারের লেনদেন আবার দুই হাজার কোটি টাকার নিচে নেমে গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২.৭৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯০.৯৩ পয়েন্টে এবং ২ হাজার ১৯৭.০৬ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকা যা আগের দিন থেকে ২৬২ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৭টির বা ২৮.৭৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৭টির বা ৬৩.৭১ শতাংশের এবং ২৮টির বা ৭.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০.৬১ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দর বেড়েছে, কমেছে ১৯২টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ১৩১টি শেয়ার ৬৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬১ কোটি ১২ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার টাকার জেনেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬৬ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলের।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির বা ২৮.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত বুধবার লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৭০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.২৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৭.৬২ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, পাওয়ার গ্রিডের ৫.৬০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫.৩২ শতাংশ, ডরিন পাওয়ারের ৫.১৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৩.৯৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির বা ৬৩.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইনডেক্স এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে তলানিতে।

গত বুধবার লেনদেন শেষে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৪.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৩.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.৩০ টাকা বা ৯.০৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

শুক্রবার, ১৮ জুন ২০২১ , ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

লেনদেন কমলেও সূচক সামান্য বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ারবাজারের লেনদেন আবার দুই হাজার কোটি টাকার নিচে নেমে গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২.৭৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯০.৯৩ পয়েন্টে এবং ২ হাজার ১৯৭.০৬ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকা যা আগের দিন থেকে ২৬২ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৭টির বা ২৮.৭৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৭টির বা ৬৩.৭১ শতাংশের এবং ২৮টির বা ৭.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০.৬১ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দর বেড়েছে, কমেছে ১৯২টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ১৩১টি শেয়ার ৬৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬১ কোটি ১২ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার টাকার জেনেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬৬ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলের।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির বা ২৮.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত বুধবার লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৭০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.২৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৭.৬২ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, পাওয়ার গ্রিডের ৫.৬০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫.৩২ শতাংশ, ডরিন পাওয়ারের ৫.১৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৩.৯৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির বা ৬৩.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইনডেক্স এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে তলানিতে।

গত বুধবার লেনদেন শেষে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৪.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৩.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.৩০ টাকা বা ৯.০৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।