এমজি বাংলাদেশের সঙ্গে দারাজের চুক্তি স্বাক্ষর

মরিস গ্যারেজ বাংলাদেশের (এমজি বাংলাদেশ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। চুক্তির ফলে এমজি বাংলাদেশ দারাজে ইলেকট্রিক কারসহ বিভিন্ন ধরণের গাড়ি বিক্রি করবে। এমজি বাংলাদেশ- র‌্যানকন কার হাবের চিফ অপারেটিং অফিসার হুসাইন মাশনুর চৌধুরী এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘এমজি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও বেশি ক্রেতাদের নিকট বিভিন্ন কালেকশনের গাড়ি নিয়ে আসতে পারবো। আমরা সবসময়ই চেয়েছি দারাজকে একটি ওয়ান-স্টপ-মার্কেটপ্লেস হিসেবে গড়ে তুলতে, যেখানে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের পণ্য সহজেই এক জায়গা থেকে নিতে পারবেন। এমজি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আমাদের এ লক্ষ্যকে আরও শক্তিশালী করবে এবং আমাদের ক্রেতাদের গাড়ি কেনার অনন্য অভিজ্ঞতা প্রদানে আমাদের সহায়তা করবে।’

মরিস গ্যারেজ (এমজি) একটি ব্রিটিশ মোটরগাড়ির ব্র্যান্ড। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। প্রতিষ্ঠানটি এর স্পোর্টিং, অসাধারণ নকশার ও দাম অনুযায়ী যথাযথ মানসম্মত গাড়ি তৈরির জন্য বিখ্যাত। এমজি বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে এর বাণিজ্যিক যাত্রা শুরু করে। এমজি বাংলাদেশ প্রথম বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে, যা তারা এখন দারাজের মাধ্যমেও ক্রেতাদের কাছে বিক্রি করবে।

এমজি বাংলাদেশ এমজি৩, এমজি জেড এস এবং এমজি জেড এস ইভিসহ অন্যান্য মডেলের গাড়িগুলোও দারাজে বিক্রি করবে। দারাজ থেকে যেকোনো এমজি গাড়ি ক্রয় করলে ক্রেতারা অতিরিক্ত ৩ বছরের সার্ভিসিং সুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ১৮ জুন ২০২১ , ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

এমজি বাংলাদেশের সঙ্গে দারাজের চুক্তি স্বাক্ষর

image

মরিস গ্যারেজ বাংলাদেশের (এমজি বাংলাদেশ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। চুক্তির ফলে এমজি বাংলাদেশ দারাজে ইলেকট্রিক কারসহ বিভিন্ন ধরণের গাড়ি বিক্রি করবে। এমজি বাংলাদেশ- র‌্যানকন কার হাবের চিফ অপারেটিং অফিসার হুসাইন মাশনুর চৌধুরী এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘এমজি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও বেশি ক্রেতাদের নিকট বিভিন্ন কালেকশনের গাড়ি নিয়ে আসতে পারবো। আমরা সবসময়ই চেয়েছি দারাজকে একটি ওয়ান-স্টপ-মার্কেটপ্লেস হিসেবে গড়ে তুলতে, যেখানে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের পণ্য সহজেই এক জায়গা থেকে নিতে পারবেন। এমজি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আমাদের এ লক্ষ্যকে আরও শক্তিশালী করবে এবং আমাদের ক্রেতাদের গাড়ি কেনার অনন্য অভিজ্ঞতা প্রদানে আমাদের সহায়তা করবে।’

মরিস গ্যারেজ (এমজি) একটি ব্রিটিশ মোটরগাড়ির ব্র্যান্ড। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। প্রতিষ্ঠানটি এর স্পোর্টিং, অসাধারণ নকশার ও দাম অনুযায়ী যথাযথ মানসম্মত গাড়ি তৈরির জন্য বিখ্যাত। এমজি বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে এর বাণিজ্যিক যাত্রা শুরু করে। এমজি বাংলাদেশ প্রথম বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে, যা তারা এখন দারাজের মাধ্যমেও ক্রেতাদের কাছে বিক্রি করবে।

এমজি বাংলাদেশ এমজি৩, এমজি জেড এস এবং এমজি জেড এস ইভিসহ অন্যান্য মডেলের গাড়িগুলোও দারাজে বিক্রি করবে। দারাজ থেকে যেকোনো এমজি গাড়ি ক্রয় করলে ক্রেতারা অতিরিক্ত ৩ বছরের সার্ভিসিং সুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।