‘অন্তর্জাল’ থ্রিলারে সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল চুক্তিবদ্ধ হলেন অন্তর্জাল সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন দীপংকর দীপন। ১৫ জুন সন্ধ্যায় চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে সুনেরাহ বিনতে কামালের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্জাল-এর প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও মোহাম্মদ সাদেকুল আরেফিন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু।

অন্তর্জাল নামের নতুন সিনেমায় অভিনয় সম্পর্কে চিত্রনায়িকা সুনেরাহ বলেন, ‘চ্যালেঞ্জিং একটি চরিত্রের সুযোগ খুঁজছিলাম যেখানে থ্রিলার থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে আর থাকবে গল্প। নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়ে থ্রিলারধর্মী গল্পে অভিনয়ের জন্য রাজি হলাম।” এরই মধ্যে সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়ক সিয়াম। সিনেমায় রোবটপ্রেমি প্রিয়ম নামের এক চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ। পরিচালক দীপংকর দীপন বলেন, ‘বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল। সেই সিনেমার অন্যতম একটি চরিত্রের আসবেন সুনেরাহ বিনতে কামাল। এই সময়ের সাইবার দুনিয়ার যুদ্ধ-সংঘাতের বিরুদ্ধে আমাদের তরুণ যোদ্ধরা কতটা প্রস্তুত তারই প্রেক্ষিতে এই সিনেমা।’ অন্তর্জাল সিনেমার প্রযোজক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘এই সময়ের ভিন্ন গল্পের আবহে এই থ্রিলার সিনেমাটি তৈরি হচ্ছে। সিনেমার গল্পই শুধু নতুন নয়, সিনেমার গল্পের বিস্তৃতি এই দেশের রাজধানী থেকে শুরু করে মফস্বল পর্যন্ত। ছবির ক্যুটিং শুরু করছি এমাসের ২৪ তারিখ থেকে।’ উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। সিনেমার গল্প লিখেছেনদীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

শনিবার, ১৯ জুন ২০২১ , ৫ আষাঢ় ১৪২৮ ৭ জিলকদ ১৪৪২

‘অন্তর্জাল’ থ্রিলারে সুনেরাহ

বিনোদন প্রতিবেদক |

image

সুনেরাহ বিনতে কামাল চুক্তিবদ্ধ হলেন অন্তর্জাল সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন দীপংকর দীপন। ১৫ জুন সন্ধ্যায় চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে সুনেরাহ বিনতে কামালের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্জাল-এর প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও মোহাম্মদ সাদেকুল আরেফিন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু।

অন্তর্জাল নামের নতুন সিনেমায় অভিনয় সম্পর্কে চিত্রনায়িকা সুনেরাহ বলেন, ‘চ্যালেঞ্জিং একটি চরিত্রের সুযোগ খুঁজছিলাম যেখানে থ্রিলার থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে আর থাকবে গল্প। নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়ে থ্রিলারধর্মী গল্পে অভিনয়ের জন্য রাজি হলাম।” এরই মধ্যে সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়ক সিয়াম। সিনেমায় রোবটপ্রেমি প্রিয়ম নামের এক চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ। পরিচালক দীপংকর দীপন বলেন, ‘বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল। সেই সিনেমার অন্যতম একটি চরিত্রের আসবেন সুনেরাহ বিনতে কামাল। এই সময়ের সাইবার দুনিয়ার যুদ্ধ-সংঘাতের বিরুদ্ধে আমাদের তরুণ যোদ্ধরা কতটা প্রস্তুত তারই প্রেক্ষিতে এই সিনেমা।’ অন্তর্জাল সিনেমার প্রযোজক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘এই সময়ের ভিন্ন গল্পের আবহে এই থ্রিলার সিনেমাটি তৈরি হচ্ছে। সিনেমার গল্পই শুধু নতুন নয়, সিনেমার গল্পের বিস্তৃতি এই দেশের রাজধানী থেকে শুরু করে মফস্বল পর্যন্ত। ছবির ক্যুটিং শুরু করছি এমাসের ২৪ তারিখ থেকে।’ উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। সিনেমার গল্প লিখেছেনদীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।